Gunahon ki Nahusat

Book Name:Gunahon ki Nahusat

উচ্চার না হওয়া ইত্যাদি ইত্যাদি গুনাহের ভয়াবহতার কারণে বড় বড় দুনিয়াবী ক্ষতি হতে থাকে (জান্নাতী যেওর, ১৪৩ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো গুনাহের কারণে দুনিয়াবীর ক্ষতিও কত বেশি, অসুস্থ্য হয়ে যাওয়া, স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া, ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাওয়া, জ্ঞান হ্রাস পাওয়া, সব সময় টেনশনে থাকা এগুলো যদি আমরা চিন্ত করে দেখি অনেক লোক এসবের মধ্যে লিপ্ত আছে কিন্তু আফসোস আমরা মনে করি যে এসব অন্য কোন কারণে হয়েছে অথচ এগুলো আমাদের গুনাহের কারণে হয়ে থাকে এই জন্য আমাদের উচিত যে গুনাহ থেকে নিজেকে নিজে বাচায় তাহলে দুনিয়া আখিরাতের ক্ষতি সমূহ থেকে বাচা যেতে পারে যে দুনিয়ার কষ্ট তো কোন রকমের সহ্য করা যাবে কিন্তু আখিরাতের শাস্তি কখনো সহ্য করা যাবে না এই জন্য গুনাহ থেকে দৃঢ় তাওবা করুন এবং আগামিতে নেক আমল করে জীবন অতিবাহিত করার নিয়্যত করে নিন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সংক্ষিপ্তাকারে কয়েকটি গুনাহ এবং এর ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞতা সম্পর্কে শ্রবণ করি আর এর থেকে বাঁচার দৃঢ় অঙ্গিকার করি। সুতরাং এর মধ্যে একটি মিথ্যাও। এটি ঐ মন্দ অভ্যাস, দ্বীন ও দুনিয়ায় মিথ্যুকের কোন স্থান নেই। মিথ্যুক ব্যক্তি সব জায়গায় অপমান ও অপদস্ত হয়ে থাকে এবং সকল বৈঠক ও জনসম্মুখে অবজ্ঞা ও লাঞ্ছিত হয়ে যায়, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না ঠাট্টাচ্ছলেও মিথ্যা বলা এবং ঝগড়া করা ছাড়বে না, যদিওবা সত্যবাদী হোকনা কেন (মুসনাদে আহমদ বিন হাম্বল, মুসনাদে আবী হুরায়রা, হাদীস নং-৮৬৩৮, ৩য় খন্ড, ২৬৮ পৃষ্ঠা) অনুরূপভাবে গীবতের ভয়াবহতা যে, এটি মন্দ মৃত্যুর কারণ, অধিকহারে গীবতকারীর দোয়া কবুল হয়না, গীবতের কারণে নামায রোযার নূরানিয়্যত চলে যায়, গীবতের ভয়াবহতার অনুমান প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই বাণী দ্বারাও করুন যে, اَلْغِیْبَۃُ اَشَدُّ مِنَ الزِّنَا অর্থাৎ গীবত যেনার চেয়েও বড় গুনাহ। (আত তারগীব ওয়াত তারহীব, ৩য় খন্ড, ৩৩১ পৃষ্ঠা, হাদীস নং-২৪) অনুরূপভাবে চুগলীর কারণেও ঘর ধ্বংস, পরস্পর বিতর্ক এবং ঘৃণা ও বিদ্ধেষ লালিত হয় এবং এরূপ ব্যক্তিকে আল্লাহ তালাও পছন্দ করেননা, হাদীসে পাকে এসেছে যে, আল্লাহ পাকের নেক বান্দা হলো সেই যাকে দেখলে আল্লাহ পাকেকে স্মরণ