Hazrat Essa Ki Mubarak Zindagi

Book Name:Hazrat Essa Ki Mubarak Zindagi

এবং সৎ সহচর্য অবলম্বন করুন, اِنْ شَآءَ الله শয়তানের উদ্দেশ্য নিষ্ফল হয়ে যাবে মনে রাখবেন! আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হওয়াও সৎ সহচর্য পাওয়ার অনন্য উপায়, সুতরাং আপনিও এই দ্বীনি পরিবেশে সম্পৃক্ত থাকুন এবং যেলী হালকার ১২টি দ্বীনি কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করুন ১২টি মাদানী কাজের মধ্যে সাপ্তাহিক একটি কাজ হলো ছুটির দিনের ইতিকাফ”। ছুটির দিন শহরের দূর্বল এলাকা এবং পার্শবর্তী গ্রামে গিয়ে সেখানকার মসজিদ পূর্ণ করার পাশাপাশি স্থানীয় আশিকানে রাসূলকে নেকীর দাওয়াত দিয়ে ইলমে দ্বীন শিখা শেখানো উৎসাহ প্রদান করা হয় * اَلْحَمْدُ لِلّٰه ছুটির দিনের ইতিকাফে ইসলামী ভাইদের সুন্নাত আদব এবং মাদানী দরস ইত্যাদি শেখানোর অত্যন্ত উপকারী একটি মাধ্যম * ছুটির দিনের ইতিকাফের বরকতে মসজিদ পরিপূর্ণ হয় * ছুটির দিনের ইতিকাফের বরকতে মসজিদে অতিবাহিত করা প্রতিটি মুহুর্ত ইবাদত হিসেবে গণ্য হয় * ছুটির দিনের ইতিকাফের বরকতে মসজিদের প্রতি ভালবাসা পোষণ করা এবং তাতে অত্যধিক সময় অতিবাহিত করার ফযীলত অর্জিত হয় اَلْحَمْدُ لِلّٰه নিজের অধিকতর সময় মসজিদের অতিবাহিত করার অনেক ফযীলত রয়েছে যে,

    হযরত সায়্যিদুনা আবু সাঈদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন তোমরা কোন ব্যক্তিকে দেখো যে, সে মসজিদে অধিকহারে আসা যাওয়া করছে, তবে তার ঈমানের সাক্ষ্য দাও, কেননা আল্লাহ তায়ালা ১০ম পারার সূরা তাওবার ১৮ নং আয়াতে ইরশাদ করেন:

اِنَّمَا یَعۡمُرُ مَسٰجِدَ اللّٰہِ مَنۡ اٰمَنَ بِاللّٰہِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ وَ اَقَامَ الصَّلٰوۃَ  وَ اٰتَی الزَّکٰوۃَ

(পারা ১০, সূরা তাওবা, আয়াত ১৮)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আল্লাহর মসজিদসমূহের তারাই আবাদ করে, যারা আল্লাহ ক্বিয়ামতের উপর ঈমান আনে, নামায কায়েম রাখে, যাকাত প্রদান করে

 (তিরমিযী, কিতাবুল ঈমান, বাবু মাজা ফি হুরমাতুস সালাত, /২৮০, হাদীস নং-২৬২৬)

 

    হাদীসে পাকের এই অংশ (তবে তার ঈমানের সাক্ষ্য দাও) এর আলোকে প্রসিদ্ধ মুফাসসীর, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: কেননা এই