Hazrat Essa Ki Mubarak Zindagi

Book Name:Hazrat Essa Ki Mubarak Zindagi

বিষয়টি হলো ঈমানের নিদর্শন মনে রাখবে যে, এই সাক্ষ্য এমনই যেমন কারো পোষাক আকার আকৃতি দেখে আমরা তাকে মুমিন মনে করি এবং বলি সাক্ষ্য দ্বারা উদ্দেশ্য অকাট্য সিদ্ধান্ত নয় (মুফতী সাহেব আরো বলেন:) এখানে মসজিদের আবাদি দ্বারা মসজিদের লাইটিং করা, একে সাজানো সব কিছু অর্ন্তভূক্ত

(মিরাতুল মানাজিহ, /৪৪৪-৪৪৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেও অসংখ্য মুজিযা দান করেছেন বরং তাঁর মুজিযার সমষ্টি হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর মুজিযা থেকেও বেশী আসুন! কয়েকটি মুজিযা সম্পর্কে শ্রবণ করি

হযরত ঈসা عَلَیْہِ السَّلَام প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুজিযা

    হযরত ঈসা عَلَیْہِ السَّلَام মৃতদের জীবিত এবং অন্ধকে দৃষ্টিশক্তি কুষ্ট (সাদা দাগ বিশিষ্ট চামড়ার) রোগীকে ভাল করে দিতেন আর আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মৃতকে জীবিত এবং অন্ধকে দৃষ্টি কুষ্ট রোগীকে ভাল করে দিতেন যখন খায়বার বিজয় হয় তখন সেখানে একজন অমুসলিম মহিলা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে বিষযুক্ত ছাগলের মাংস উপহার স্বরূপ পাঠালো, হুযুর পুর নূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ছাগলের বাহু নিলেন এবং তা থেকে কিছু খেলেন, সেই বাহু বললো যে, আমার মাঝে বিষ আছে (শরহে যুরকানি, আল মাকছাদুল আউয়াল..., /২৯০) এটি মৃতকে জীবিত করার চেয়েও মহৎ, কেননা এটি হলো মৃতের একটি অংশ জীবিত হওয়া, অথচ এর অবশিষ্ট অংশ যা এর থেকে আলাদা ছিলো তা মৃতই ছিলো

    হযরত ঈসা عَلَیْہِ السَّلَام মাটি দিয়ে পাখি বানালেন আর বদরের যুদ্ধে হযরত উক্কাশা বিন মিহসান رَضِیَ اللهُ عَنْہُ এর তলোয়ার ভেঙ্গে গেলে তখন আমার নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে একটি শুকনো কাঠ প্রদান করলেন, তিনি নিজের হাতে নিয়ে নাড়তেই তা সাদা ধবধবে শক্তিশালী তলোয়ার হয়ে গেলো (শরহে যুরকানি, আল মাকচদিল আউয়াল, /৩০১) (সীরাতে রাসূলে আরবী, ৫৫২-৫৫৯ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد