Hazrat Essa Ki Mubarak Zindagi

Book Name:Hazrat Essa Ki Mubarak Zindagi

. ইরশাদ হচ্ছে: আল্লাহ পাক হযরত ঈসা عَلَیْہِ السَّلَام কে প্রেরণ করবেন, তখন তিনি দামেশকের জামে মসজিদে সাদা পূর্ব পাশের মিনারে এই অবস্থায় অবতরণ করবে যে, তিনি عَلَیْہِ السَّلَام হালকা হলুদ রঙের দুটি পোষাক পরিহিত অবস্থায় থাকবেন এবং তিনি عَلَیْہِ السَّلَام দুজন ফিরিশতার বাহুতে হাত রাখা অবস্থায় থাকবেন, যখন তিনি عَلَیْہِ السَّلَام মাথা অবনত করবেন তখন পানির ফোঁটা ঝরে পরবে আর যখন তিনি عَلَیْہِ السَّلَام মাথা উত্তোলন করবেন তখন মুক্তার মতো শুভ্র রূপার দানা ঝড়তে থাকবে (মুসলিম, ১২০১ পৃষ্ঠা, হাদীস নং-৭৩৭৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত ঈসা রুহুল্লাহ عَلَیْہِ السَّلَام এর মুবারক জীবনির একটি আলোকিত দিক হলো যে, তিনি عَلَیْہِ السَّلَام খুবই সাধাসিধে স্বভাবের অধিকারী ছিলেন এবং বিনয় নম্রতার অশেষ দৌলত দ্বারা সমৃদ্ধ ছিলেন, তিনি عَلَیْہِ السَّلَام চাইলে খুবই আরাম আয়েশে জীবন অতিবাহত করতে পারতেন, ধন সম্পদের ভান্ডার (ঐবধঢ়ং ড়ভ বিধষঃয) জমা করে নিতে পারতেন, দামী পোষাক পরিধান করতে পারতেন, উন্নত খাবার খেতে পারতেন এবং আলিশান প্রাসাদে থাকতে পারতেন কিন্তু উৎসর্গিত হয়ে যান! তাঁর সরলতার প্রতি, তিনি عَلَیْہِ السَّلَام কখনো এরূপ করেননি, বরং তিনি عَلَیْہِ السَّلَام নশ্বর দুনিয়ার প্রশান্তি এবং আরাম আয়েশকে ফেলে সর্বদা অনাড়ম্বরতা এবং বিনয় নম্রভাবে জীবন অতিবাহিত করাকে প্রাধান্য দিয়েছেন আর অপরকেও এর উৎসাহ দিতে থাকেন

হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর সরলতা ও উপদেশ সমূহ

    হযরত ওমর বিন সুলাইম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার হযরত ঈসা عَلَیْہِ السَّلَام অনুসারীদের নিকট এই অবস্থায় তাশরীফ আনলেন যে, তাঁর নূরানী শরীরে উলের জুব্বা এবং তিনি عَلَیْہِ السَّلَام একটি সাধারণ পাজামা পরিহিত অবস্থায় ছিলেন, খালি পায়ে ছিলেন এবং মাথায়ও কোন কাপড় ইত্যাদি ছিলোনা, ক্ষুধার কারণে তাঁর রঙ পরিবর্তন হয়ে গিয়েছিলো এবং তীব্র পিপাসার কারণে ঠোঁঠ একেবারেই শুকিয়ে গিয়েছিলো, তিনি عَلَیْہِ السَّلَام নিজের অনুসারীদের সালাম করলেন এবং বললেন: হে বনী ইসরাঈল! যদি আমি চাই, তবে আল্লাহ পাকের আদেশে দুনিয়া তার সকল নেয়ামত সহকারে আমার কদমে