Hazrat Essa Ki Mubarak Zindagi

Book Name:Hazrat Essa Ki Mubarak Zindagi

    আসুন! আজ আমরা আল্লাহ পাকের নবীদের মধ্যে একজন অতি সম্মানিত নবী হযরত ঈসা রুহুল্লাহ عَلَیْہِ السَّلَام এর মুবারক জীবনির কিছু ঈমান সতেজকারী ঘটনা এবং তাঁর মুজিযাসমূহ সম্পর্কে শুনার সৌভাগ্য অর্জন করবো, কিন্তু এর পূর্বে তাঁর পরিচিত এবং তাঁর ফযীলত সম্পর্কে শ্রবণ করি

হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর পরিচিতি

    হযরত عَلَیْہِ السَّلَام এর মুবারক নাম হলো ঈসা এবং ইবনে মরিয়ম হলো তাঁর উপনাম (তাযকিরাতুল আম্বিয়া, ৬৫৮ পৃষ্ঠা) কলিমাতুল্লাহ (জন্মদাতা ছাড়া শুধুমাত্র আল্লাহ পাকের পবিত্র বাক্য কুন দ্বারা জন্ম লাভকারী), মসীহ (স্পর্শ করে আরোগ্য প্রদানকারী), ওয়াজিয়াহ (সম্মানিত এবং মর্যাদাবান), মুকাররাব (আল্লাহ পাকের নৈকট্য লাভকারী) এবং সালেহ (নেককার বান্দা) তাঁর উপাধী (তাযকিরাতুল আম্বিয়া, ৬৫৫ পৃষ্ঠা) اَلْحَمْدُ لِلّٰه আমাদের প্রিয় নবী, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত ঈসা عَلَیْهِمُ السَّلَام এর শান মহত্বকে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন এবং কিয়ামতের পূর্বে তাঁর আগমন এর নিদর্শনও বর্ণনা করেছেন আসুন! বরকত অর্জনের উদ্দেশ্যে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তিনটি  বাণী শ্রবণ করি

. ইরশাদ হচ্ছে: আমি আমার পিতা হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর দোয়া এবং সবশেষে আমার আসার সুসংবাদ প্রদানকারী ছিলো হযরত ঈসা ইবনে মরিয়ম عَلَیْہِ السَّلَام (কানযুল উম্মাল, কিতাবুল ফাযায়িল, ১১/১৮২, হাদীস নং-৩১৮৮৬)

. ইরশাদ হচ্ছে: আমার এবং হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর মধ্যখানে কোন নবী নাই, তিনি (কিয়ামতের পূর্বে আসমান থেকে) অবতরন করবেন, যখন তোমরা তাঁকে দেখবে তখন চিনে নিবে, তাঁর গায়ের রঙ লালচে ফর্সা হবে, উচ্চতা হবে মধ্যম, তিনি হালকা হলুদ রঙের দুটি পোষাক পরিধান অবস্থায় থাকবেন, তা ভেজা অবস্থায় থাকবে না কিন্তু যেনো তাঁর মাথা থেকে পানির ফোঁটা পরছে, তিনি শুয়োরকে হত্যা করবেন, আল্লাহ পাক তাঁর যুগে ইসলাম ছাড়া অবশিষ্ট সকল ধর্মকে নিশ্চিহ্ন করে দেবেন, হযরত ঈসা عَلَیْہِ السَّلَام কানা দাজ্জালকে ধ্বংস করবেন, চল্লিশ বছর দুনিয়ায় অবস্থান করার পর ওফাত গ্রহণ করবেন এবং মুসলমানরা তাঁর জানাযার নামায পড়াবে (আবু দাউদ, /১৫৮, হাদীস নং-৪৩২৪)