Book Name:Hazrat Essa Ki Mubarak Zindagi
সংগ্রহকৃত যাকাত, ওশর, এবং মসজিদ মাদ্রসা, জামিয়া, লঙ্গরে রযবীয়া লঙ্গরে গাউসিয়ার ইত্যাদির খাতে জামা কারী ফাউন্ডকে নিরাপদ করা, এ গুলো হিসাব-নিকাশ রাখা এবং সেগুলোকে শরয়ী দিক নির্দেশনা অনুযায়ী ব্যয় করার জন্য, “ফ্যাইনেন্স ডিপার্টমেন্ট” প্রতিষ্ঠা করা হয়েছে। اَلْحَمْدُ لِلّٰه মাকাতাবুল মদীনার পক্ষ থেকে ফাউন্ট জামা কারী ইসলামী ভাই ও ইসলামী বোনদের শরয়ী দিক-নির্দেশনার জন্য “চাঁদা সম্পর্কে প্রশ্নের উত্তর” এবং “চাঁদা জমা করার শরয়ী সতর্কতা” পুস্তিকা মুদ্রিত করেছে। হে আল্লাহ পাক “ফ্যাইনেন্স ডিপার্টমেন্ট” এর চেষ্টাকে তোমার দরবারে কবুল করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! বর্তমানে হযরত ঈসা عَلَیْہِ السَّلَام আসমানে জীবিত অবস্থায় রয়েছেন এবং কিয়ামতের পূর্বে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মত হয়ে দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবেন, যেমনটি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: হযরত ঈসা عَلَیْہِ السَّلَام আমার উম্মতের খলিফা হয়ে অবতরন করবে। (মাদারিক, আলে ইমরান, ৫৫নং আয়াতের পাদটিকা, ১৬৩ পৃষ্ঠা) হযরত ঈসা عَلَیْہِ السَّلَام অবতরণের পূর্বে কিয়ামতের কিছু নিদর্শনও প্রকাশ পাবে। যেমনটি
মুফতী আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: দুনিয়া ধ্বংস হওয়ার পূর্বে কিছু নিদর্শন প্রকাশ পাবে। জ্ঞান উঠে যাবে, অজ্ঞতার আধিক্য হবে, অপকর্ম বৃদ্ধি পাবে, দ্বীনের উপর অটল থাকা এমন কষ্টসাধ্য হবে যেমন হাতের মুঠোয় জ্বলন্ত কয়লা নেয়া, যাকাত দেয়া মানুষের জন্য কষ্টসাধ্য হবে যে, একে জরিমানা মনে করবে। পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, পিতামাতার অবাধ্যতা করবে, গানবাজনার আধিক্য হবে, দাজ্জাল প্রকাশ্যে আসবে, সে চল্লিশ দিনে মক্কা মদীনা ছাড়া পুরো দুনিয়ায় চষে বেড়াবে, তার ফিতনা খুবই ভয়াবহ হবে, সে নিজেকে খোদা দাবী করবে, যে তার প্রতি ঈমান আনবে তাকে তার জান্নাতে নিক্ষেপ করবে এবং যে অস্বীকার করবে তাকে তার দোযখে প্রবেশ করাবে। অনেক ভেলকি দেখাবে এবং বাস্তবে এসব হবে যাদুর কারিশমা, যার বাস্তবতার সাথে কোন সম্পর্ক নেই। অতঃপর হযরত ঈসা عَلَیْہِ السَّلَام আসমান থেকে দামেশকের জামে