Book Name:Hazrat Essa Ki Mubarak Zindagi
আবেদন করলেন যে, দ্বীতিয়বার যেনো তাঁর মৃত্যুর যন্ত্রণা না হয়, মৃত্যু যন্ত্রণা ছাড়াই তাঁকে যেনো ফিরিয়ে দেয়া হয়, সুতরাং তখনই তাঁর ইন্তিকাল হয়ে গেলো।
(তাফসীরে জামাল, আলে ইমরান, ৪৯নং আয়াতের পাদটিকা, ১/৪১৯)
যখন হযরত ঈসা রুহুল্লাহ عَلَیْہِ السَّلَام রোগীদের সুস্থ করলেন এবং মৃতদের জীবিত করলেন, তখন অনেকে বললো যে, এগুলোতো যাদু (Magic) এবং কোন মুজিযা দেখান, তখন তিনি عَلَیْہِ السَّلَام বললেন: যা তোমরা খাও এবং যা তোমরা জমা করে রাখো, আমি তোমাদের সে সম্পর্কে জানাচ্ছি, সুতরাং হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর মুবারক সত্ত্বা দ্বারা এই মুজিযাটিও প্রকাশিত হলো যে, তিনি عَلَیْہِ السَّلَام মানুষদের বলে দিতেন যে, তারা কাল যা খেয়েছিলো এবং যা আজকে খাবে এবং যা ভবিষ্যতের জন্য প্রস্তুত করে রেখেছে। হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর নিকট অনেক শিশু এসে জমা হয়ে যেতো, তিনি عَلَیْہِ السَّلَام তাদেরকে বলতেন যে, তোমাদের ঘরে অমুক জিনিস বানানো হয়েছে, তোমাদের পরিবারের লোকেরা অমুক অমুক জিনিস খেয়েছে, অমুক জিনিস তোমাদের জন্য আলাদা করে রাখা হয়েছে, শিশুরা বাড়ি যেতো এবং বাড়ির লোকদের থেকে সেই জিনিসই চাইতো। বাড়ির লোকেরা সেই জিনিস দিতো এবং তাদেরকে বলতো যে, তোমাদের একথা কে বলেছে? শিশুরা বলতো: হযরত ঈসা عَلَیْہِ السَّلَام, তখন লোকেরা তাদের সন্তানদেরকে তাঁর নিকট যেতে বাধাঁ দিতো এবং বলতো যে, তিনি যাদুকর। (তাফসীরে কুরতুবী, আলে ইমরান, ২য় আয়াতের পাদটিকা, ৪৯/৭৪ ও আল জুযইর রা’বেয়ে, আলে ইমরান, ৪৯নং আয়াতের পাদটিকা, ১/৪২০)
১২টি দ্বীনি কাজের একটি দ্বীনি কাজ হলো
প্রিয় ইসলামী ভাইয়েরা! জানতে পারলাম যে, আল্লাহ পাক হযরত ঈসা রুহুল্লাহ عَلَیْہِ السَّلَام কে অসংখ্য ক্ষমতা দ্বারা ধন্য করেছেন, তাইতো তিনি عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের আদেশে পাখি সৃষ্টি, মৃতকে জীবিত এবং শ্বেত (সাদা দাগ বিশিষ্ট) রোগীদের আরোগ্য দান করতেন, এমনকি অদৃশ্যের সংবাদও দিতেন। আফসোস যে, মন্দ সহচর্যে থাকার কারণে অনেক সময় মানুষ আম্বিয়ায়ে কিরাম عَلَیْہِ السَّلَام এবং আউলিয়ায়ে উজ্জাম رَحِمَہُمُ اللهُ السَّلَام এর ক্ষমতার বিষয়ে শয়তানী কুমন্ত্রণার শিকার হয়ে মুজিযা ও কারামতকে অস্বীকার করে ধ্বংসযজ্ঞতার অতল গহবরে নিক্ষিপ্ত হয়ে (Pit) যায় সুতরাং মন্দ সহচর্য থেকে বাঁচুন