Hazrat Essa Ki Mubarak Zindagi

Book Name:Hazrat Essa Ki Mubarak Zindagi

নামায আদায় করা পছন্দকারী, খোদাভীতিতে ক্রন্দনকারী এবং গরীব মিসকিনের প্রতি সহানুভূতিশীল আর ধনীদের প্রতি উদাসীন ছিলেন এবার আমরা তাঁর মুবারক জীবনকে সামনে রেখে নিজেকে প্রশ্ন  করি যে, আমরাও কি অনাড়ম্ভরতা পছন্দ করি? আমরাও কি শীত গ্রীষ্মেও নামাযের নিয়মানুবর্তিতা রক্ষা করি? আমাদেরও কি কখনো খোদাভীতিতে কান্না এসেছে? আমরাও কি গরীব মিসকিনদের ভালবাসি? আমরাও কি দুনিয়ার ভালবাসা থেকে পালিয়ে বেড়াই? আমরাও কি নিজের মাঝে আখিরাতের চিন্তার প্রেরণা পাই? আল্লাহ পাক আমাদেরকে এরূপ নেক আমলের পর্যবেক্ষণ করে এবং সুন্নাতে ভরা ইজতিমা মাদানী মুযাকারায় নিয়মিত উপস্থিত হয়ে আল্লাহ ওয়ালাদের আলোচনা করতে এবং শুনতে থাকার তৌফিক দান করুন, যেনো এর বরকতে আমরা আমলকারী হয়ে যেতে পারি

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর সম্মানিত আম্মাজান رَضِیَ اللهُ عَنْہَا একজন কারামত সম্পন্ন আল্লাহর ওলীয়া ছিলেন এবং আল্লাহ পাক তাঁকেও কতিপয় বিশেষত্ব (Specialities) দ্বারা ধন্য করেছেন আসুন! আমরাও সেই মহান মায়ের সংক্ষিপ্ত পরিচিতি শ্রবণ করি,

হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর আম্মাজনের পরিচিতি

    হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর মায়ের নাম হযরত মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا মরিয়ম এর অর্থ ইবাদতকারীনী এবং সেবিকা (তাফসীরে বাগভী, আলে ইমরান, ৩৬নং আয়াতের পাদটিকা, /২২৭) হযরত মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا এর পিতার নাম ইমরান এবং মায়ের নাম হান্নাহ (رَحْمَۃُ اللهِ عَلَیْہَا) ছিলো (আজায়িবুল কোরআন মায়া গারায়িবুল কোরআন, ৬৫ পৃষ্ঠা) হযরত মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا মাদারজাত (মায়ের গর্ব থেকেই) ওলীয়া ছিলেন (সীরাতুল জিনান, ১০/৬০৫) হযরত মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا ছাড়া অন্য কোন মহিলার নাম কুরআনে করীমে আসেনি (সীরাতুল জিনান, ১০/৬৩১) হযরত মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا জান্নাতি মহিলাদের সর্দার, সুতরাং রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: জান্নাতি মহিলাদের সর্দার চারজন: () মরিয়ম () ফাতিমা () খাদিজা () আসিয়া (رَضِیَ اللهُ عَنْہُنَّ اَجْمَعِیْن)