Book Name:Hazrat Essa Ki Mubarak Zindagi
মসজিদের পূর্ব মিনারে অবতরন করবে, অভিশপ্ত দাজ্জাল হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর নিশ্বাসের সুগন্ধে গলতে শুরু করবে, যেমন পানিতে লবন গলে যায়, তিনি عَلَیْہِ السَّلَام তার পিটে বল্লম মারবে, তাতে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। (বাহারে শরীয়ত, ১/১১৬-১২২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কতিপয় “সুন্নাত ও আদব” বয়ান করার সৌভাগ্য অর্জন করছি। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালবাসলো সে (মূলত) আমাকে ভালবাসলো আর যে আমাকে ভালবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে।”
(মিশকাতুল মাসাবীহ, ২য় খন্ড, ৫৫ পৃষ্ঠা, হাদীস-১৭৫)
সিনা তেরী সুন্নাত কা মদীনা বানে আকা,
জান্নাত মে পড়ুছি মুজে আপনা বানা।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আসুন! শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা “১০১ মাদানী ফুল” থেকে কথাবার্তা বলার সুন্নাত ও আদব শ্রবণ করি:
* মুচকি হেসে ও উৎফুল্লতার সাথে কথাবার্তা বলুন। * মুসলমানের মন খুশি করার নিয়্যতে ছোটদের সাথে স্নেহ ভরা এবং বড়দের সাথে শ্রদ্ধার ভাব রাখুন। * চিৎকার করে কথাবার্তা বলা থেকে সর্বোচ্চ সতর্ক থাকুন। * চাই একদিনের বাচ্চাও হোকনা কেন ভাল ভাল নিয়্যতে তাদের সাথেও আপনি বলে সম্বোধন করার অভ্যাস করুন, আপনার চরিত্রও উত্তম হবে সাথে সাথে বাচ্চাও ভদ্রতা শিখবে।
* কথাবার্তা কালীন লজ্জা স্থানে হাত লাগানো, থুথু ফেলতে থাকা, আঙ্গুলের মাধ্যমে শরীরের ময়লা পরিস্কার করা, অন্যজনের সামনে বারবার নাক স্পর্শ করা কিংবা নাকে বা কানে আঙ্গুল প্রবেশ, ভাল অভ্যাস নয়, এগুলোর কারণে অন্যান্যদের ঘৃণার সৃষ্টি হয়।
ঘোষাণা