Hazrat Essa Ki Mubarak Zindagi

Book Name:Hazrat Essa Ki Mubarak Zindagi

এই কিতাবে এছাড়াও উপদেশ শিক্ষনীয় মাদানী ফুল সম্বলিত অনেক চিত্তকর্ষক কুরআনী ঘটনা এবং অন্যান্য রূপক কাহিনী (Parables) বিদ্যমান

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নিঃসন্দেহে আম্বিয়ায়ে কিরামগণ عَلَیْهِمُ السَّلَام নিজেদের প্রতিটি গুনাবলীতে অনন্য হয়ে থাকে, আল্লাহ পাক তাঁদের এমন এমন উৎকর্ষতা মুজিযা দ্বারা ধন্য করেন যে, যা শুনে জ্ঞান লোপ পেয়ে যায় اَلْحَمْدُ لِلّٰه আল্লাহ পাকের প্রিয় নবী হযরত ঈসা রুহুল্লাহ عَلَیْہِ السَّلَام কেও উভয় জগতের সৃষ্টিকর্তা আল্লাহ পাক অসংখ্য মুজিযা দান করেন এবং বাল্যকাল থেকে তাঁর পবিত্র সত্ত্বা থেকে নবুয়তের প্রভাব পরিলক্ষিত হতে থাকে আসুন! হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর বাল্যকালের একটি আশ্চার্যজনক ঘটনা শ্রবণ করি এবং ঈমানকে সতেজ করি

শিশুকালেই কথা বললেন!

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যখন হযরত মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا হযরত ঈসা عَلَیْہِ السَّلَام কোলে নিয়ে বনী ইসরাঈলের লোকালয়ে তাশরীফ আনলেন, তখন জাতি তাঁর প্রতি مَعَاذَ الله কুকর্মের অপবাদ দিলো এবং লোকেরা বলতে শুরু করে দিলে যে, হে মরিয়ম! তুমি এটি খুবই মন্দ কাজ করেছো অথচ তোমার পিতার (Father) কোন মন্দ স্বভাব ছিলো না এবং তোমার মা কুকর্মকারী ছিলেন না স্বামী ছাড়া তোমার সন্তান কিভাবে (জন্ম) হলো? যখন জাতি অনেক বেশী ভৎর্সনা এবং কুকথা বলছিলো তখন হযরত মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا বললেন: এই শিশু থেকে তোমরা সবকিছু জিজ্ঞাসা করে নাও তখন লোকেরা বললো যে, আমরা এই শিশু থেকে কি কেন এবং কিভাবে কথা বলবো? তো এখনো শিশু জাতির এই কথা শুনে হযরত ঈসা عَلَیْہِ السَّلَام বক্তব্য দেয়া শুরু করলেন যার আলোচনা আল্লাহ পাক কুরআনে করীমে এভাবে ইরশাদ করেন:

قَالَ اِنِّیۡ عَبۡدُ اللّٰہِ ؕ       اٰتٰنِیَ الۡکِتٰبَ وَ جَعَلَنِیۡ  نَبِیًّا ۳۰) وَّ جَعَلَنِیۡ مُبٰرَکًا اَیۡنَ مَا کُنۡتُ ۪       وَ اَوۡصٰنِیۡ بِالصَّلٰوۃِ
 وَ الزَّکٰوۃِ مَا دُمۡتُ  حَیًّا (ۖ۳۱) وَّ بَرًّۢا بِوَالِدَتِیۡ ۫       وَ لَمۡ  یَجۡعَلۡنِیۡ جَبَّارًا شَقِیًّا (۳۲) وَ السَّلٰمُ عَلَیَّ یَوۡمَ وُلِدۡتُّ وَ یَوۡمَ َمُوۡتُ  وَ  یَوۡمَ  اُبۡعَثُ  حَیًّا (۳۳)

(পারা ১৬, সূরা মরিয়ম, আয়াত ৩০-৩৩)