Hazrat Essa Ki Mubarak Zindagi

Book Name:Hazrat Essa Ki Mubarak Zindagi

(খাযিন, আলে ইমরান, ৪৯নং আয়াতের পাদটিকা, /২৫১)

(৩) মৃতকে জীবিত করা

    হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: হযরত ঈসা রুহুল্লাহ عَلَیْہِ السَّلَام চারজন ব্যক্তিকে জীবিত করেন, (১) একজন দরিদ্র লোক, যার প্রতি ঈসা عَلَیْہِ السَّلَام এর আন্তরিক ভালবাসা ছিলো, যখন তার অবস্থা বেহাল হলো তখন তার বোন হযরত ঈসা عَلَیْہِ السَّلَام কে অবগত করলেন, কিন্তু সে হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর থেকে তিনদিনের দূরত্বে ছিলো। যখন তিনি عَلَیْہِ السَّلَام তিনদিন পর সেখানে পৌঁছলেন তখন জানতে পারলেন যে, তার ইন্তিকাল তিনদিন পূর্বে হয়ে গেছে। হযরত ঈসা عَلَیْہِ السَّلَام তার বোনকে বললেন: আমাকে তার কবরে নিয়ে চলো। সে নিয়ে গেলো, হযরত ঈসা عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, যার কারণে দরিদ্র লোকটি আল্লাহ পাকের আদেশে জীবিত হয়ে কবর থেকে বাইরে এসে গেলো, অনেকদিন জীবিত ছিলো এবং তার ঘরে সন্তানও হয়েছিলো। (২) দ্বীতিয়টি এক বৃদ্ধের পুত্র ছিলো, যার জানাযা হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর সামনে দিয়ে যাচ্ছিলো, তিনি عَلَیْہِ السَّلَام তার জন্য দোয়া করলেন, সে জীবিত হয়ে জানাযা বহনকারীদের কাঁধ থেকে নেমে গেলো, কাপড় পরিধান করলো এবং ঘরে ফিরে গেলো, অতঃপর অনেকদিন জীবিত ছিলো আর তার সন্তানও হয়েছিলো। (৩) তৃতীয়জন একজন বালিকা (Girl) ছিলো, যে সন্ধ্যার সময় মৃত্যুবরণ করলো এবং আল্লাহ পাক হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর দোয়ায় তাকে জীবিত করলেন। (৪) চতুর্থজন শাম বিন নূহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছিলেন, যার মৃত্যুর হাজারো বছর অতিবাহিত হয়ে গিয়েছিলো। লোকেরা আবেদন করলো যে, আপনি তাকে জীবিত করুন! সুতরাং তিনি عَلَیْہِ السَّلَام তাদের দেখানো কবরে পৌঁছলেন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করলেন। শাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শুনলো যে, কোন ঘোষনাকারী বলছে: اَجِبْ رُوْحَ الله” (অর্থাৎ হযরত ঈসা রূহুল্লাহ عَلَیْہِ السَّلَام এর কথা শুনো) একথা শুনতেই তিনি ভয়ে দাড়িয়ে গেলেন এবং তিনি ধারণা করলেন যে, কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার ভয়ে তার মাথার অর্ধেক চুল সাদা হয়ে গেলো, অতঃপর তিনি হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর প্রতি ঈমান আনলেন এবং তিনি হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর নিকট