Book Name:Hazrat Essa Ki Mubarak Zindagi
(কানযুল উম্মাল, কিতাবুল ফাযায়িল, ১২/৬৫, হাদীস নং-৩৪৪০১)
আলা হযরত, ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ঈসা রুহুল্লাহ عَلَیْہِ السَّلَام এর জন্মের পরও হযরত, তায়্যিবা, তাহিরা মরিয়ম (رَضِیَ اللهُ عَنْہَا) কুমারী ছিলেন এবং কুমারীই থাকবে আর কুমারী অবস্থায় উঠবেন আর কুমারী অবস্থায়ই জান্নাতুন নাঈমে প্রবেশ করবেন, এমনকি হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সৌভাগ্য অর্জন করবেন। (ফতোয়ায়ে রযবীয়া, ২৬/৪৬০)
سُبْحٰنَ الله শুনলেন তো আপনারা! আল্লাহ পাকের প্রিয় নবী হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর সম্মানিতা আম্মাজান কিরূপ উচ্চ মর্যাদা সম্পন্ন এবং মহান মহিলা ছিলেন যে, যাঁর ফযীলত হাদীস শরীফে বিদ্যমান এবং যাঁর জান্নাতুন নাঈমে ঈসা عَلَیْہِ السَّلَام এর মুনিব প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সৌভাগ্য অর্জিত হবে। তাঁর শান তো এরূপ উচ্চ যে, আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ হযরত ঈসা عَلَیْہِ السَّلَام ও তাঁরই পবিত্র গর্বে তাশরীফ নিয়ে এসেছেন, কেননা তাঁর সম্মানিত সত্ত্বা থেকে কারামতের প্রকাশ শুরু হয়ে গিয়েছিলো।
বিবি মরিয়মের গাছ ও জিব্রাঈল আমীনের নদী
শায়খুল হাদীস হযরত আল্লামা আব্দুল মুস্তফা আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত ঈসা عَلَیْہِ السَّلَام হযরত বিবি মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا এর (পবিত্র) গর্ব থেকে পিতা ব্যতিত জন্ম লাভ করেছিলেন। যখন জন্মের (Birth) সময় হলো তখন হযরত বিবি মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا লোকালয় থেকে কিছু দূরে একটি শুকনো খেজুর গাছের নিচে একাকী বসে গেলো এবং সেই গাছের নিচে হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর জন্ম হলো। যেহেতু তিনি عَلَیْہِ السَّلَام পিতা ব্যতিত কুমারী মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا এর (পবিত্র) গর্ব থেকে জন্ম নেন, তাই হযরত মরিয়ম رَضِیَ اللهُ عَنْہَا খুবই চিন্তিত এবং উদাসী ছিলেন আর কুকথা ও ভৎসনার ভয়ে লোকালয়ে আসছিলেন না। আর এমন এক নিরব স্থানে খেজুরের শুকনো গাছের নিচে বসে ছিলেন যে, যেখানে খাওয়া দাওয়ার কোন বস্তুই ছিলোনা। হঠাৎ হযরত জিব্রাঈল عَلَیْہِ السَّلَام অবতীর্ণ হলেন এবং নিজের পায়ের গোড়ালী মাটিতে মেরে একটি নদী প্রবাহিত করে দিলেন এবং হঠাৎ খেজুরের শুকনো গাছ সতেজ হয়ে পাকা ফল উদ্গীরন করলো আর