Jannat ke Qeemat

Book Name:Jannat ke Qeemat

আপোষ নিজের মধ্যে কি কি নিয়ে আসে?

    আপোষের বরকতে বিনয় অর্জিত হয় নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: وَمَا تَوَاضَعَ اَحَدٌ لِلَّهِ اِلَّا رَفَعَهُ اللهُ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন

(মুসলিম, ১০৭১, হাদীস: ৬৫৯২)

    আপোষের বরকতে হিংসা দূর হয়ে যায়, আপোষের বরকতে ঘৃণা ভালবাসায় পরিণত হয়, হায়! একে অপরকে ক্ষমা করার চিন্তা-ভাবনা হয়ে যেতো, মীমাংসা না করার ফলে নিজেও অপরিচিত হয়ে যায় অথচ মীমাংসা দ্বারা, একে অপরকে ক্ষমা করার বরকতে অপরিচিতও আপন হয়ে যায় যেমনিভাবে,

    কোনো শহরে বড় রাতের ইজতিমায় দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত কোনো এক ইসলামী ভাই বসা ছিলো, কোনো এক নতুন ইসলামী ভাই (যিনি এখনো দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত নয়) পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার হাতের উপর পায়ের পারা পড়লো যার কারণে তার হাতে ব্যথা পেলো, কিন্তু যার কারণে কষ্ট পেয়েছিলো উল্টো সেই ব্যক্তি আগে থেকে রাগান্বিত হয়ে বললেন চোখে দেখেন না? এর পরিবর্তে সেই ইসলামী ভাই যিনি কষ্ট পেয়েছিলো সেই সাথে সাথে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলো, যার কারণে প্রভাবিত  হয়ে সেইও দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেলো

    এভাবে কোনো এক শহরে ইসলামী ভাই জুতার ব্যবস্যা করতেন, জমজমাট বাজারে কেনো বৃদ্ধা মহিলা কোনো কথার মধ্যে তাকে মন্দ বললো, সেই আশিকানে রাসূল ঐ মহিলাকে উল্টো-পাল্টা বলার পরিবর্তে তাকে দোয়া করা আরম্ভ করলেন, আম্মা! আল্লাহ পাক আপনাকে হজ্জ্ব করার তৌফিক দান করুক, আল্লাহ পাক আপনাকে মক্কা শরীফ যিয়ারত করার তৌফিক দান করুক, আল্লাহ পাক আপনাকে মদীনা দেখার তৌফিক দান করুক, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করুক। কিছু সময় মাত্র অতিবাহিত হলো সেই বৃদ্ধা মহিলাটি যিনি একটু আগে জমজমাট বাজারে এই আশিককে মন্দ বলেছিলো, সেই হাতে একটি ফল নিয়ে আসলো আর বললো: বৎস! এই ফলটি নাও। সেই ইসলামী ভাই বললো: আম্মা! এটা কি? এই মাত্র একটু আগে আপনি আমাকে মন্দ বলেছিলেন আবার