Jannat ke Qeemat

Book Name:Jannat ke Qeemat

তারাও পানাহার করেন আর আমরাও পানাহার করি, তাঁরা শয়ন করে আমরাও শয়ন করি এবং তাঁরাও বিবাহ করেন আমরাও বিবাহ করি কিন্ত তাঁরা এসব কিছু আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, ভালো ভালো নিয়্যত সহকারে করেন আর আমরা শুধু দুনিয়ার জন্য করি তাঁদের এসব কাজ আখিরাতের কাজ ছিলো আর আমাদের এসব কাজ দুনিয়ার কাজ মনে রাখবেন! এগুলো দুনিয়াবী বিষয়াদী, দ্বীন থেকে পৃথক নয় কিন্তু এগুলোকে সবকিছু মনে করা এটা অবশ্যই দ্বীনের প্রয়োজনীয় বিষয়াদী থেকে পৃথক  হয়ে থাকে

জান্নাতে কে যাবে?

    আল্লাহ পাকের দয়ায় জান্নাতে সেই ব্যক্তি যাবে যে, আল্লাহ পাককে সন্তুষ্ট করেছে, যে ব্যক্তি নেক আমল করেছে, যার অন্তরে আল্লাহ পাকের ভয় ভীতি থাকবে, যে ব্যক্তি রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতের অনুসারী হবে, যে নেক আমল করবে, যার অন্তর সাহাবায়ে কিরাম আহলে বাইতের رَضِیَ اللهُ عَنْہُمْ মুহাব্বাতে পূর্ণ থাকবে, যার কাছে আল্লাহ পাকের  ওলীগণ رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن সাথে বিশুদ্ধ আকিদা ভালোবাসা থাকবে, যে ব্যক্তি নিজের অঙ্গ সমূহকে গুনাহ থেকে বিরত রেখেছে, যে ব্যক্তি শরীয়াতের বিধান অনুসরণ করবে এবং যে ব্যক্তি আল্লাহ পাক বান্দার অধিকার আদায় করবে     

নামাযের গুরুত্ব

    জান্নাতে নিয়ে যাওয়ার  মতো কাজ এর মধ্যে হতে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো দৈনিক নামায আদায় করা اَلْحَمْدُ لِلّٰه নামায একটি মহান ইবাদত * জান্নাতে নিয়ে যাওয়ার মতো  আমল * এটি একটি মুমিনের জন্য সর্বোত্তম আমল * নূর * দুরাকাত নামায দুনিয়া এর মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম * আল্লাহ পাকের নিকট পছন্দনীয় আমল * প্রত্যেক সিজদার বিনিময়ে একটি করে নেকী লিখে দেয়া হয় * একটি করে গুনাহ মিটিয়ে দেয়া হয় আর একটি পদ মর্যাদা বৃদ্ধি করা হয় * গুনাহ ঝরে যায় * নামাযীকে সম্পূর্ণ প্রতিদান দেয়া হবে 

নামায জান্নাতে প্রবেশের অন্যতম কারণ

    প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাক তাঁর বান্দার উপর পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন, যে ব্যক্তি সে গুলো আদায় করলো এবং এর