Jannat ke Qeemat

Book Name:Jannat ke Qeemat

এখন ফলও দিচ্ছেন, বৃদ্ধা মহিলা উত্তর দিলো: বৎস! আমি তোমাকে মন্দ কথা বলেছি  আর তুমি আমাকে দোয়া করেছো, আমার অনেক লজ্জা হলো এই জন্য তোমার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য এসেছি আর তোমার জন্য এই উপহার নিয়ে আসলাম 

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

১২ দ্বীনি কাজের মধ্যে একটি কাজ হলো

“ফজরের জন্য জাগিয়ে দেয়া”

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মীমাংসা এর মতো জান্নাতে নিয়ে যাওয়া আমলের ব্যাপারে জানতে এবং আমল গুলোর উপর আমল করে ঈমানের নিরাপত্তা পেতে এবং অন্তর দৃষ্টির পবিত্রতা বৃদ্ধি করার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যেলী হালকার ১২ দ্বীনি কাজে অগ্রসর হয়ে অংশ গ্রহণ করুন এই দ্বীনি কাজের মধ্যে প্রতিদিন একটি দ্বীনি কাজ হলো ফজরের জন্য জাগানো এই দ্বীনি কাজের একটি পুস্তিকাও প্রকাশিত হয়েছে এটি অধ্যয়ন করুন এবং তার মধ্যে উল্লেখিত নিয়ম অনুযায়ী দ্বীনি কাজকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টাও করুন 

    * اَلْحَمْدُ لِلّٰه ফজরের জন্য জাগানোরবরকতে তাহাজ্জুদের সৌভাগ্য অর্জন হতে পারে * নামাযের হেফাযত হয় * মসজিদের প্রথম কাতারে প্রথম তাকবীরের সাথে ফজরের নামায আদায় করতে পারবেন * নেকীর দাওয়াত দেয়ার সাওয়াব অর্জন করতে পারেন * দাওয়াতে ইসলামীর সুনাম হবে * ফজরের জন্য জাগানো ব্যক্তিরা বার বার মুসলমানের হজ্জ করা প্রিয় মদীনা দেখার দোয়া করে, চাইলে এই দোয়া আল্লাহ পাক তার হকেও কবুল হয়ে যাবে * ফজরের জন্য জাগানো চলা-ফেরার বরকতে স্বাস্থ্যও ভালো থাকবে * মুসলমানকে ফজরের জন্য জাগানো সুন্নাতে মুস্তফা, মুসলমানদেরকে ফজরের নামাযে জাগানো ফারুকে আযমেরও সুন্নাত, যেমনিভাবে আমীরুল মুমিনীন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ ফজরের নামাযের জন্য লোকদেরকে জাগাতে জাগাতে মসজিদে যেতেন (তবকাতে কুবরা, /২৬৩)

    হে আশিকানে রাসূল! আমরা জান্নাতী মহলের মূল্য সম্পর্কে শ্রবণ করছি আসুন! জান্নাতের কিছু ঈমান সতেজকারী ঝলক লক্ষ্য করি