Book Name:Jannat ke Qeemat
নিকটাত্মীয়ের ইন্তেকালে সমবেদনা জ্ঞাপন করেছেন? (রুহানী চিকিৎসা ব্যবহারের পরামর্শ দিয়ে সাওয়াব অর্জন করুন।)
আসুন এ সস্পর্কে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর একটি ঈমান সতেজকারী ঘটনা শ্রবণ করি,
অসন্তুষ্ট হওয়া ব্যক্তি সন্তুষ্ট হয়ে গেলো
আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন: অনেক সময় ধৈর্য ও সমবেদনার উপকারীতা দুনিয়াতেও প্রকাশিত হয়, যেমনিভাবে এটা ঐ সময়ের কথা যে সময় নূর মসজিদ গাজী বাজারে আমি ইমামতি করতাম, একজন ইসলামী ভাই প্রথমে আমার কাছাকাছি থাকতো অতঃপর দূরে দূরে থাকতে লাগলো আমার জানা ছিলো না, একদিন ফজরের পর তার পিতার মৃত্যুর সংবাদ (Death) পেলাম সাথে সাথে তার ঘরে পৌঁছলাম, এখনো মৃতকে গোসলও দেয়নি, দোয়া ফাতিহা পাঠ করলাম আর ফিরে আসলাম, জানাযার নামাযে অংশগ্রহণ করে সাথে কবরস্থানে গেলাম কাফন দাফন করলাম, এর অকল্পনীয় উপকার পেলাম অতএব সেই ইসলামী ভাই নিজেই প্রকাশ করলেন যে, আমাকে আপনার সম্পর্কে একজন মন্দ বলেছিলো, তার কথায় আপনার কাছ থেকে দূরে সরে গেলাম এবং এত দূরে সরে গিয়েছি যে, আপনি আসতে দেখলে আমি আড়াল হয়ে যেতাম, কিন্ত আমার পিতার মৃত্যুতে আপনার সহানুভূতির ধরণ আমার অন্তর পরিবর্তন করে দিলো, যে মানুষটা আপনার কাছ থেকে দূরে সরিয়েছে সেই আমার পিতার জানাযাতে পর্যন্ত আসেনি, এই ঘটনাটি ৩৫ বছর অতিবাহিত হয়ে গেলো সেই ইসলামী ভাই এখনও পর্যন্ত অনেক ভালোবাসে, অত্যন্ত প্রভাবিত হয়ে সাংগঠনিক ভাবে কাজও করেন, দাঁড়িও সাজালেন, অন্যান্য ভাই ও পরিবারের অনেক সদস্য আত্তারী, ছোট ভাই দাওয়াতে ইসলামীর যিম্মাদার, আর বড় ভাইও পাগড়ী ওয়ালা ছিলো।
(ফয়যানে বাবা ভূল্লে শাহ, ৪৩ পৃষ্ঠা)
হে আশিকানে রাসূল! আপনারা শুনলেন, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মুসলমানের সমবেদনা জ্ঞাপন করার ধরণ কি সুন্দর, এই জন্য আমরা যদি চাই মুসলমানের