Jannat ke Qeemat

Book Name:Jannat ke Qeemat

ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ আমাদের বয়ানের বিষয় হচ্ছে জান্নাতের মূল্য জান্নাতের মহল কিভাবে লাভ হবে? মীমাংসা সম্পর্কে আয়াতে মোবারকা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী, জান্নাতের সৌন্দর্য, অসন্তুষ্ট ব্যক্তি কিভাবে সন্তুষ্ট হলো, নেকীর দাওয়াত দেয়ার উপকারীতা, লজ্জাশীল ব্যক্তি কিভাবে আল্লাহ ওয়ালা হয়, কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ পাকের অলীদের নামাযের প্রতি ভালবাসার ঘটনাবলী আর তাছাড়া অনেক বিষয়াদী বর্ণনা করা হবে হায়! আমাদের যেনো সম্পূর্ণ বয়ান ভালো ভালো নিয়্যত সহকারে শ্রবণ করার সৌভাগ্য নসীব হয়ে যায় اٰمِين

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আল্লাহ পাক মীমাংসা করাবেন

    হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একদিন প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরিফ নিয়ে আসতেই মুচকি হেসে উঠলেন। আমীরুল মুমিনীন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ আবেদন করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার প্রতি আমার পিতামাতা কুরবান! আপনি কেন মুচকি হাসলেন: ইরশাদ করলেন: আমার দুজন উম্মত আল্লাহ পাকের দরবারে দুযানু হয়ে বসে পড়বে, একজন বলবে: হে আমার প্রতিপালক! এর কাছ থেকে আমার ন্যায় বিচার আদায় করিয়ে দাও কারণ সে আমার উপর জুলুম করেছিলো। আল্লাহ পাক দাবীদারকে ইরশাদ করবেন: এখন এই বেচারা (অর্থাৎ যার প্রতি দাবী করা হয়েছে সেই ব্যক্তি) কি করবে, তার কাছে তো এখন কোন নেকী নেই। মজলুম আরয করবে: আমার গুনাহ তার দায়িত্বে দিয়ে দাও। এতটুকু আরয করার পর রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কান্না করতে করতে ইরশাদ করলেন: সেই দিন খুবই মহান দিন হবে, কেননা কিয়ামতের দিন প্রত্যেকই এই বিষয়ের মুখাপেক্ষী