Book Name:Jannat ke Qeemat
কল্যাণ কামনার স্পৃহা আমাদের নসীব হয়ে যায় তাহলে আমাদের উচিত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর কিতাব ও পুস্তিকা অধ্যয়ন করা, এবং আমীরে আহলে সুন্নাতের জীবনি থেকে ফয়েয লাভের জন্য নিজের কাজ কর্ম থেকে সময় বের করে নিয়মিত সাপ্তাহিক মাদানী মুযাকারা শ্রবণ করার অভ্যাস করুন। اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর ৮০টিরও অধিক বিভাগের মধ্যে হতে একটি হলো “মাদানী মুযাকারা বিভাগ”। اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ “(অগণিত জ্ঞান ভান্ডারের সমষ্টি,” যা অর্জনের মাধ্যম হলো প্রশ্ন”) কথাকে কাজে লাগাতে গিয়ে ধারাবাহিক প্রশ্নোত্তর অনুষ্ঠান শুরু করলেন যেটাকে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে “মাদানী মুযাকারা” বলা হয়ে থাকে। আশিকানে রাসূলগণ মাদানী মুযাকারাতে আকিদা ও আমল, ফযীলত ও গুণাবলি, শরয়ীত ও তরিকত, ইতিহাস ও জীবনি, বিজ্ঞান ও চিকিৎসা, নীতিশাস্ত্র ও ইসলামী জ্ঞান, অর্থনৈতিক, সমাজিক ও সাংগঠনিক বিষয় সম্পর্কে জানা এবং অন্যান্য বিষয় Topics সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়। আমীরে আহলে সুন্নাত তাদেরকে হিকমত পূর্ণ ও ইশ্কে রাসূলে পরিপূর্ণ থাকার মতো উত্তর দিয়ে ধন্য করেন।
اَلْحَمْدُ لِلّٰه “মাদানী মুযাকারা বিভাগ” এর অধিনে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদান কৃত চিত্তাকর্ষক এবং জ্ঞান ও হিকমত পূর্ণ বাণীর সুবাস দ্বারা সারা বিশ্বের মুসলমানকে সুবাসিত করার জন্য এ মাদানী মুযাকারার লিখিত পুস্তিকা ও মেমোরী কার্ড (Memory Cards) আকারে উপস্থাপন করার চেষ্টা অব্যাহত রয়েছে। আল্লাহ পাক “মাদানী মুযাকারা বিভাগ”কে আরো বরকত দান করুক।
اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
জান্নাত ত্যাগ করা দুনিয়া ত্যাগ করার চেয়ে অধিক কঠিন
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা জান্নাতে নিয়ে যাওয়ার মতো আমল সম্পর্কে শুনেছি। মনে রাখবেন! জীবন অতিবাহিত করার জন্য আমরা দুনিয়াবী বিষয়াদীতে ব্যস্ত রয়েছি কিন্তু আমাদের মধ্যে ও আল্লাহ পাকের নেক বান্দাদের মাঝে পার্থক্য রয়েছে, অথচ