Book Name:Jannat ke Qeemat
হককে সাধারণ মনে করে তা হতে কোনো কিছু বিনষ্ট করে না আল্লাহ পাকের দয়াময় দায়িত্ব যে, তার জন্য অঙ্গীকার রয়েছে যে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করে দিবেন এবং যে আদায় করেনি তার জন্য আল্লাহ পাকের অঙ্গীকার নেই, চাই তাকে আযাব দিবেন চাই তাকে জান্নাতে প্রবেশ করাবেন (আবু দাউদ, কিতাবুল বিতর, ২/৮৯, হাদীস: ১৪২০)
অন্য এক স্থানে ইরশাদ করেন: যে ব্যক্তি সকল সন্ধ্যায় মসজিদে যাবে, যতোবারই যাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে মেহমানদারীর ব্যবস্থা করবেন। (মুসলিম, ২৪৩, হাদীস: ১৫৪৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ঘরে দ্বীনি পরিবেশ গড়ার মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে আসুন! ঘরে দ্বীনি পরিবেশ গড়ার মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি হাদীসে মোবারাকা শ্রবণ করি, (১) ইরশাদ হচ্ছে: নিজের ঘরকে কবর স্থান বানিও না, নিঃসন্দেহে যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। (মুসলিম ৩০৬ পৃষ্ঠা, হাদীস ১৮২৪) (২) ইরশাদ হচ্ছে: যে ঘরের মধ্যে আল্লাহ পাকের যিকির করা হয় এবং যে ঘরের মধ্যে যিকির করা হয় না, তার উদাহরণ জীবিত ও মৃতের ন্যায়। (বুখারী ৪/২২০, হাদীস ৬৪০৭) * ঘরে আসা যাওয়ার সময় উচ্চ আওয়াজে সালাম প্রদান করা * পিতা বা মাতাকে আসতে দেখে তাঁদের সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া * দিনে কমপক্ষে একবার ইসলামী বোন মায়ের হাতে ও পায়ে চুম্বন করবে * পিতা মাতার সামনে আওয়াজকে ছোট রাখবে, তাঁদের চোখে কখনো চোখ রাখবেনা * তাঁদের প্রদানকৃত কাজ সমূহ দ্রুত করে দিবে যা শরীয়াত বিরোধী নয় * মা বরং (এবং বাইরে) এক দিনের বাচ্চাকেও আপনি বলে সম্বোধন করবে * নিজের এলাকার মসজিদে ইশারের জামাআতের সময় থেকে শুরু করে দুই ঘন্টার মধ্যে শয়ন করা।
-: ঘোষণা :-
কৃতজ্ঞতা জ্ঞাপনের অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং এই মাদানী ফুলসমূহ জানতে তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশ গ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد