Book Name:Nazool e Quran Ka Aik Maqsid

কতদিন এর মধ্যে থাকতে হবে * তারপর কেয়ামত প্রতিষ্ঠিত হবে, হায়! শত কোটি হায়! সেই দিন কত ভয়ংকর হবে, যেদিন হযরত ইসরাফিল عَلَیْہِ السَّلَام শিঙ্গায় ফুঁক দেবেন, শিঙার ভয়ঙ্কর আওয়াজ শুনে সকল মৃত ব্যক্তি কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে
* সবাইকে তাড়া করে হাশরের মাঠে জড়ো করা হবে * এই ভূখণ্ড তামার ভূখণ্ডে রুপান্তরিত হবে * আসমান মুড়ে ফেলা হবে * সূর্য সোয়া মাইল উপরে থেকে অগ্নি বর্ষণ করবে * জাহান্নামকে আনা হবে * তার পিষ্ট চুলের চেয়েও সূক্ষ্ম, তরবারির চেয়ে তীক্ষ্ণ, অন্ধকারে আচ্ছন্ন পুলসিরাত স্থাপন করা হবে * ক্রোধের মুখোমুখি হবে * লোকেরা আপাদমস্তক ঘামে ভিজে যাবে * কিছু লোক তাদের নিজেদের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, খোদায়ে কাহ্হার সেদিন এমন গযবে থাকবেন যে, এমন গযব কখনোই হননি * দীর্ঘকাল ভাবেই অতিক্রম হয়ে যাবে * তারপর  হিসাব-নিকাশ শুরু হবে।

        এখন একটু কল্পনা করুন! এমতাবস্থায় আমাদেরকে ডাকা হবেঃ হে অমুকের ছেলে অমুক! রবের নিকট উপস্থিত হও...!! হায়! এই ভয়াবহ ডাকে আমরা ইতস্তত বোধ করবো, ভয় পাবো, মুখ লুকাবো, কিন্তু হায়! ওই দিন কে আড়াল হতে পারবে...  ফেরেশতারা টেনে আল্লাহ পাকের সামনে হাজির করবে, হায়! শত কোটি হায়! এত ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা আমাদের এক একটি আমলের হিসাব কিভাবে দিবো  আমাদের আমলনামা আমাদের হাতে ধরিয়ে দেয়া হবে, আমাদের প্রতিটি ছোট থেকে ছোট-বড় থেকে বড় আমল আমলনামায় লিপিবদ্ধ থাকবে, অপরাধীরা ডাকবে:

فَیَقُوْلُ یٰلَیْتَنِیْ  لَمْ  اُوْتَ کِتٰبِیَہْ  (ۚ۲۵)  وَ  لَمْ  اَدْرِ  مَا حِسَابِیَہْ (ۚ۲۶)  یٰلَیْتَہَا کَانَتِ الْقَاضِیَۃَ (ۚ۲۷)  مَاۤ  اَغْنٰی عَنِّیْ  مَالِیَہْ (ۚ۲۸)  ہَلَکَ عَنِّیْ  سُلْطٰنِیَہْ (ۚ۲۹)

(পারা: ২৯, সূরা: হাক্কা, আয়াত: ২৫-২৯)          কানযুল ঈমান থেকে অনুবাদ: হায়, কোন মতে আমাকে আমার আমলনামা না দেয়া ও হতো! এবং না জানতাম যে, আমার হিসাব কি! হায়, কোন মতে মৃত্যুই কিস্সার সমাপ্তি হতো ! আমার কোন কাজে আসলো না আমার ধন-সম্পদ আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে।

 

কিয়ামতের দিন কি জবাব দিবেন

        হে আশিকানে-রাসূল! একটু ভাবুন! সেই দিন আমরা কিভাবে হিসাব দিবো...  কিন্তু আফসোস! আমরা ভয় করি না, অলসতা করি, উদাসীনতা করি, ধন-সম্পদের লালসা, পার্থিব পদের প্রত্যাশা এবং নফস ও শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে পরকালকে ভুলে যাই এবং গুনাহে লিপ্ত হয়ে যাই, বরং অপকর্মে লেগে থাকি, তাওবা থেকে পলায়ন করি, যদিও লোকদের থেকে লজ্জা করি কিন্তু পরম করুণাময় আল্লাহ পাককে লজ্জা করি না, রাতের আঁধারে লুকিয়ে গুনাহের বাজার উত্তপ্ত করি, কিন্তু মনে রাখবেন, কিয়ামতের দিন আমাদের কোনো আমল লুকিয়ে থাকবে না, প্রতিটি ছোট ছোট, বড় বড় আমল আমাদের সামনে প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ পাক ইরশাদ করেন:

فَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّۃٍ خَیْرًا یَّرَہٗ ؕ(۷)