Book Name:Nazool e Quran Ka Aik Maqsid

ভয় বৃদ্ধি করা, আমরা যদি এই লক্ষ্য অর্জন করতে না পারি, তাহলে এটি ভাবনার বিষয়, অবশেষে পবিত্র কুরআনের মাধ্যমেও আমাদের অন্তরে আল্লাহর ভয় কেন বাড়ছে না  

        আমরা আমাদের পূর্ববর্তী বুযুর্গানে দ্বীন, আল্লাহর নেককার বান্দাদের জীবন লক্ষ্য করি, তাদের জীবনী পড়ি, সেই মহান মনীষীরা কুরআন শরীফ তেলাওয়াত করে যেভাবে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন, যেভাবে তাদের উপর আল্লাহভীতির কারণে কম্পন সৃষ্টি হতো, হায়! আমাদের যেন সেই উচ্চমর্যাদা সম্পন্ন মনীষীদের, আল্লাহ পাকের নেক বান্দাদের ফয়যান নসিব হয়ে যায়। 

 

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তেলাওয়াতের ধরন

        হাদীসে পাকে রয়েছে: একদিন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন, যখন সে এই আয়াত পাঠ করলো:

اِنَّ  لَدَیْنَاۤ  اَنْکَالًا وَّ  جَحِیْمًا (ۙ۱۲)

وَّ طَعَامًا ذَا غُصَّۃٍ  وَّ عَذَابًا  اَلِیْمًا (٭۱۳)

(পারা: ২৯, সূরা: মুযযাম্মিল, আয়াত: ১২-১৩)         কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় আমার নিকট ভারী বেড়ীসমূহ রয়েছে এবং প্রজ্জ্বলিত আগুন এবং কণ্ঠে আটকা পড়ে এমন খাদ্য এবং বেদনাদায়ক শাস্তি।

 

        ব্যাস এই আয়াতটি শোনার সাথে সাথেই প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহভীতির প্রাধান্যের কারণে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। (সুবুলুল হুদা ওয়ার রশাদ, খণ্ড: ৭, পৃষ্ঠা: ৫৯) 

        প্রিয় ইসলামী ভাইয়েরা! একটু ভাবুন! ইনি হলেন আমাদের প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, তাঁর মহিমা হলো: এই জমিন, এই আসমান, এই সমগ্র বিশ্বজগৎ আল্লাহ তাঁরই উসিলায় সৃষ্টি করেছেন * জান্নাত তাঁর মালিকানাধীন * কিয়ামতের দিন যখন সবাই আল্লাহ পাকের গজব দেখে ভয়ে কাঁপতে থাকবে, কারো মুখ খোলার সাহস হবে না, তখন আমাদের প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ই থাকবেন যিনি শাফায়াতে কুবরার দরজা উন্মুক্ত করাবেন * তিনিই হবেন যিনি আমাদের মত অপরাধীদেরকে শাফায়াতের চাদরে আবৃত করে জান্নাতে পৌঁছে দেবেন * এত উচ্চ মহিমা, এত উচ্চ মর্যাদা থাকা সত্তেও আমাদের প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আল্লাহভীতির কি অবস্থা ছিল, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আখেরাতের ভয় সম্বলিত আয়াত শুনে অজ্ঞান হয়ে গেলেন। এটি তো মাত্র একটি রেওয়ায়েত, এটি ছাড়াও আরও অনেক রেওয়ায়েত রয়েছে যাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন তেলাওয়াত শুনতেন বা স্বয়ং তেলাওয়াত করতেন তখন তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চোখ মোবারক থেকে অশ্রু প্রবাহিত হতো।