Book Name:Nazool e Quran Ka Aik Maqsid

মাধ্যমে করে, সেই পরিপ্রেক্ষিতে এই বরকতময় সূরার নাম সূরা শুরা রাখা হয়েছে। সূরা শুরার ৭ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ کَذٰلِکَ  اَوْحَیْنَاۤ  اِلَیْکَ قُرْاٰنًا عَرَبِیًّا لِّتُنْذِرَ اُمَّ الْقُرٰی وَ مَنْ حَوْلَہَا وَ تُنْذِرَ یَوْمَ الْجَمْعِ لَا رَیْبَ فِیْہِ ؕ فَرِیْقٌ فِی الْجَنَّۃِ
 وَ فَرِیْقٌ فِی السَّعِیْرِ (۷)

(পারা: ২৫, সূরা: শুরা, আয়াত: ৭)        কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং এভাবেই আমি আপনার প্রতি আরবী ক্বোরআন ওহীর মাধ্যমে প্রেরণ করেছি যেন আপনি সতর্ক করেন সমস্ত শহরের মূল- মক্কার অধিবাসীদেরকে এবং যতলোক এর চতুর্পার্শ্বে রয়েছে, এবং আপনি সতর্ক করবেন একত্রিত হবার দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই। এক দল জান্নাতে যাবে এবং একদল দোযখে।

 

        তাফসীরে সিরাতুল-জিনানে উক্ত আয়াতের অধীনে রয়েছে: অর্থাৎ হে হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমি আপনার প্রতি আরবী কুরআনের ওহী প্রেরণ করেছি যাতে আপনি (বিশেষ করে) কেন্দ্রীয় শহর মক্কা মুকাররমা এবং এর আশে পাশে বসবাসকারীদের ভীতি প্রদর্শন করেন এবং তাদের কিয়ামতের দিন সম্পর্কে ভীতি প্রদর্শন করেন যেখানে আল্লাহ পাক পূর্ববর্তী ও পরবর্তী এবং সমস্ত আসমান ও জমিন বাসীকে একত্রিত করবেন এবং এতে কোন সন্দেহ নেই, সেদিন একত্রিত হওয়ার পর সবাই এমনভাবে বিচ্ছিন্ন হবে যে, তাদের একদল জান্নাতে যাবে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে।

(তাফসীর সিরাতুল-জিনান, পারা: ২৫, সূরা: শুরা, ৭ নং আয়াতের পাদটীকা, খণ্ড: ৯, পৃষ্ঠা: ৩৩)

 

পবিত্র কুরআন ভীতি প্রদর্শন করার জন্য

অবতরণ করা হয়েছে

        প্রিয় ইসলামী ভাইয়েরা! একটু ভাবুন! এই আয়াতে করীমায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, হে প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি আপনার প্রতি পবিত্র কুরআন  নাযিল করেছি, যা আরবী ভাষায় এবং এই মোবারক কালাম পবিত্র কুরআন কেন নাযিল করা হয়েছে  এজন্য যে, যাতে আপনি এই বরকতময় কুরআনের মাধ্যমে মক্কা ও তার আশে পাশের শহরবাসীকে ভীতি প্রদর্শন করেন, কোন জিনিসের ব্যাপারে ভীতি প্রদর্শন করবেন  ইরশাদ করেন:

یَوْمَ الْجَمْعِ لَا رَیْبَ فِیْہِ        কানযুল ঈমান থেকে অনুবাদ: একত্রিত হবার দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই।

 

        একত্রিত হওয়ার দিন, সেই দিন যাতে কোন সন্দেহ নেই, এটা কোন দিন  কিয়ামতের দিন; সেই দিন যাতে সমস্ত পূর্ববর্তী ও পরবর্তীদের একত্রিত করা হবে, সমস্ত আসমান ও জমিন বাসী সেদিন আল্লাহর দরবারে উপস্থিত হবে।