Book Name:Nazool e Quran Ka Aik Maqsid

শবে ক্বদরের কতিপয় ফযিলত

        প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ রমযান মাসের ২৭তম রাত এবং অধিকাংশ ওলামায়ে কেরাম এই দিকেই রয়েছেন যে, রমযান মাসের ২৭তম রাতই হচ্ছে শবে ক্বদর। তাই আমরা আশা করি যে, اَلْحَمْدُ لِلّٰه! আজ শবে ক্বদর, আজ মাগফেরাতের রাত, আজ রহমতের রাত, আজ সেই রাত যাতে ইবাদত করা হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম, আজ শান্তির রাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত,  

        সরকারে আলী ওয়াকার, মদীনার তাজদার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন শবে ক্বদর আসে তখন আল্লাহ পাকের আদেশে হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام সবুজ পতাকা ফেরেশতাদের বিশাল বাহিনী নিয়ে জমিনে অবতরণ করেন এবং সেই সবুজ পতাকাটি কা'বা শরীফের উপর উত্তোলন করে দেন, হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام এর ১০০টি বাহু রয়েছে, যার মধ্যে দু'টি বাহু শুধুমাত্র সেই রাতে খুলেন, সেই বাহুগুলি পূর্ব ও পশ্চিমে ছড়িয়ে পড়ে, অতঃপর হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام ফেরেশতাদের নির্দেশ দেন যে, আজ রাতে যে মুসলমান দাঁড়িয়ে, বসে, নামায এবং জিকিরে রত থাকবে, তাদের সাথে করমর্দন করো এবং তাদের দোয়ায় আমীনও বলো, যতক্ষণ না সকাল উদয় হয়ে যায়। (শুয়াবুল ঈমান, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩৩৬, হাদীস: ৩৬৯৫)

 

        প্রিয় ইসলামী ভাইয়েরা! শবে ক্বদর অনেক বরকতপূর্ণ একটি রাত এবং এর সাথে সাথে এই মুবারক রাত কুরআন অবতীর্ণেরও রাত। জী হ্যাঁ! আল্লাহ পাকের বরকতময় বাণী হলো:

اِنَّاۤ  اَنْزَلْنٰہُ  فِیْ  لَیْلَۃِ  الْقَدْرِ ۚ(ۖ۱)

(পারা: ৩০, সূরা: ক্বদর, আয়াত: ১)               কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় আমি সেটা ক্বদরের রাতে অবর্তীর্ণ করেছি।

 

        তাফসীরে সিরাতুল-জিনানে রয়েছে: * পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার সূচনা হয়েছিলো রমযান মাসে। (তাফসীরে কবীর, পারা: ২, সূরা: বাকারা, আয়াতের পাদটিকা: ১৮৫, খণ্ড: ২, পৃষ্ঠা: ২৫২) * সম্পূর্ণ কুরআন শরীফ রমযান মাসে শবে ক্বদরে লৌহে মাহফুয থেকে পৃথিবীর আসমানে অবতরণ করা হয় এবং বাইতুল ইযযতে অবস্থান করে। (তাফসীরে খাযিন, পারা: ২, সূরা: বাকারা, ১৮৫ নং আয়াতের পাদটীকা, খণ্ড: ১, পৃষ্ঠা: ১১২) * এখান থেকে বিভিন্ন সময় প্রজ্ঞা অনুসারে যতটুকু আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে জিব্রাইল عَلَیْہِ السَّلَام আনতে থাকেন, আর এই অবতরণ ২৩ বছরের বিস্তৃত সময়ে পূর্ণ হয়।

(তাফসীর সিরাতুল-জিনান, পারা: ২, সূরা: বাকারা, ১৮৫ নং আয়াতের পাদটীকা, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৯৫)

 

কুরআন নাযিলের একটি উদ্দেশ্য

        হে আশিকানে-রাসূল! শবে ক্বদর যেহেতু কুরআন অবতরণের রাত, এই পরিপ্রেক্ষিতে আসুন! পারা: ২৫, সূরা: শুরার একটি আয়াতে করীমা শুনি, যেখানে কুরআন নাযিলের রহস্য বর্ণনা করা হয়েছে। সূরা শুরা হলো ২৫ তম পারার একটি সংক্ষিপ্ত সূরা, এতে ৫টি রুকু এবং শুধুমাত্র ৫৩টি আয়াত রয়েছে, এই বরকতময় সূরার ৩৮ নং আয়াতে মুসলমানদের একটি মনোরম বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যে, মুসলমানরা তাদের কার্যাদি পারস্পরিক পরামর্শের