Book Name:Nazool e Quran Ka Aik Maqsid

কুরআন শুনে গায়ের লোম দাঁড়িয়ে যেত

        অনুরূপভাবে সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان দের মোবারক অবস্থা শুনুন। আল্লাহ পাক ইরশাদ করেন:

اَللّٰہُ  نَزَّلَ  اَحْسَنَ الْحَدِیْثِ کِتٰبًا مُّتَشَابِہًا  مَّثَانِیَ  تَقْشَعِرُّ مِنْہُ جُلُوْدُ الَّذِیْنَ یَخْشَوْنَ  رَبَّہُمْ ۚ ثُمَّ  تَلِیْنُ جُلُوْدُھُمْ
وَ قُلُوْبُہُمْ  اِلٰی ذِکْرِ اللّٰہِ ؕ

(পারা: ২৩, সূরা: যুমার, আয়াত: ২৩)      কানযুল ঈমান থেকে অনুবাদ: আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বাপেক্ষা উত্তম কিতাব, যা প্রথম থেকে শেষ পর্যন্ত এক ধরণেরই, পুনঃ পুনঃ বর্ণনাসম্পন্ন , সেটার কারণে (ভয়ে) লোম খাড়া হয়ে যায় তাদেরই শরীরের উপর, যারা আপন প্রতিপালককে ভয় করে, অতঃপর তাদের চামড়া ও হৃদয় নম্র হয়ে পড়ে আল্লাহর স্মরণের প্রতি আগ্রহে।

 

        এটা হলো সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর মোবারক ধরন....!!  হযরত আসমা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর এই অবস্থা ছিল যে, যখন তাদের সামনে পবিত্র কুরআন তেলাওয়াত করা হতো তখন তাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতো এবং লোম (অর্থাৎ শরীরের পশম) দাঁড়িয়ে যেত।

(তাফসীরে খাযিন, পারা: ২৩,  সূরা: যুমার, ২৩ নং আয়াতের পাদটীকা, খণ্ড: ৪ পৃষ্ঠা: ৫৫)

 

প্রিয় আক্বা জান্নাতের সুসংবাদ দিলেন

        পবিত্র কুরআনের ২৮তম পারায় একটি প্রসিদ্ধ আয়াত রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন:

یٰۤاَیُّہَا  الَّذِیْنَ  اٰمَنُوْا قُوْۤا  اَنْفُسَکُمْ  وَ اَہْلِیْکُمْ  نَارًا وَّ قُوْدُہَا  النَّاسُ وَ الْحِجَارَۃُ

(পারা: ২৮, সূরা: তাহরীম, আয়াত: ৬)                  কানযুল ঈমান থেকে অনুবাদ: হে ঈমানদারগণ! নিজেদেরকে ও নিজেদের পরিবারবর্গকে ঐ আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর

 

        হযরত আব্দুল আযীয বিন আবু রাওয়াদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ একদিন প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর সামনে উক্ত আয়াতটি তেলাওয়াত করলেন। তখন একজন যুবক উক্ত আয়াতটি শুনে আল্লাহভীতির কারণে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পরলো এবং অজ্ঞান হয়ে গেল। আল্লাহ পাকের সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই যুবকের কাছে তাশরীফ নিয়ে গেলেন এবং তাঁর হৃদয়ের উপর তাঁর নূরানী হাত রাখলেন, হৃদয় তখনও স্পন্দিত ছিল, জান্নাতের মালিক, কাসিমে নেয়ামাত, হুযুর
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেনঃ ৥৥৥ ! قُلْ لا الهَ إِلَّا اللہ অর্থাৎ হে যুবক! বলো:
لا الهَ إِلَّا اللہ সেই যুবকটি কালেমা তাইয়্যেবা পাঠ করলো। তখন তিনি