Book Name:Nazool e Quran Ka Aik Maqsid

صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাকে জান্নাতের সুসংবাদ শোনালেন, তারপর বললেন, হে আমার সাহাবীগণ! তোমরা কি আল্লাহ পাকের এ বাণীটি শোনো নি:

(মুস্তাদরাক, তাফসীরে সূরা ইব্রাহীম, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৯৩ হাদীস: ৩৩৯০)

ذٰلِکَ لِمَنْ خَافَ مَقَامِیْ
وَ خَافَ وَعِیْدِ (۱۴)

(পারা: ১৩, সূরা: ইব্রাহিম, আয়াত: ১৪)      কানযুল ঈমান থেকে অনুবাদ: যে আমার সম্মুখে দাঁড়ানোর ভয় রাখে এবং আমি যে শাস্তির নির্দেশ শুনিয়েছি সেটারও ভয় রাখে

 

        আল্লাহ! আল্লাহ! হে আশিকানে-রাসূল! একটু ভাবুন! সাহাবায়ে কেরামের عَلَیْہِمُ الرِّضْوَان কী মহিমা, তারা যখন পবিত্র কুরআন পড়তেন বা শুনতেন, তখন তাদের উপর আল্লাহভীতি বিরাজ করত, তাঁরা আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার ভয়ে কম্পিত হতেন এবং প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দয়ার ধরন দেখুন! এই যুবক সাহাবীর উপর আল্লাহভীতির আধিক্যের কারণে তিনি অজ্ঞান হয়ে গেলেন, তখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাকে জান্নাতের সুসংবাদ দ্বারা ধন্য করেন। سُبْحَانَ الله!

 

কুরআন তেলাওয়াতের একটি অভ্যন্তরীণ শিষ্টাচার

        হায়! আমাদেরও যেন পবিত্র কুরআন পাঠ করে, শুনে কান্না করা নসিব হয়, হায়! পবিত্র কুরআনের বরকতে আমাদের হৃদয় আলোকিত হোক এবং আল্লাহভীতির মহান সম্পদ নসিব হোক। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইহয়াউল-উলুমের প্রথম খণ্ডে কুরআন তেলাওয়াতের ১০টি অভ্যন্তরীণ শিষ্টাচার বর্ণনা করেছেন। তন্মধ্যে ৭ তম অভ্যন্তরীণ শিষ্টাচার হলো: তাখসীস অর্থাৎ বান্দা পবিত্র কুরআনকে নিজের সাথে বিশেষ মনে করবে, নিজের হেদায়েতের জন্য তেলাওয়াত করবে, তেলাওয়াত করার সময় এই কল্পনা করবে যে, আল্লাহ পাক কুরআন শরীফে যে বিধিবিধান বর্ণনা করেছেন তা আমারই জন্য। যে সমস্ত কর্ম থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন তা আমাকেই নিষেধ করা হচ্ছে, পবিত্র কুরআনে কিয়ামতের যে আলোচনা রয়েছে, জাহান্নামের আলোচনা রয়েছে, শাস্তির আলোচনা রয়েছে, যে উপদেশপূর্ণ ঘটনা বর্ণনা করা হয়েছে তা সব আমারই জন্য, আমিই তা থেকে উপদেশ গ্রহণ করতে হবে। (ইহয়াউল উলুম, খণ্ড: ১, পৃষ্ঠা: ৮৫৯) আমরা যদি এই কল্পনা করে তেলাওয়াত করি, তাহলে
اِنْ شَآءَ الله! পবিত্র কুরআন আমাদের হৃদয়ে অবতরণ করে প্রভাব ফেলবে, চোখে অশ্রুও আসবে এবং আল্লাহ পাক চাইলে জীবনও সজ্জিত হবে।

 

কিয়ামতের ভয়ের ফযিলত

        হে আশিকানে কুরআন! মহান আল্লাহ ইরশাদ করেন: