Book Name:Nazool e Quran Ka Aik Maqsid

দেখলে, কবরের ভয়াবহ দৃশ্য দেখলে, কিয়ামতের ভয়াবহতার সাথে সম্পর্কিত স্বপ্ন দেখলে, সেই দৃশ্য দীর্ঘদিন যাবত আমাদের চোখের সামনে থেকে সরেই না। আমরা কাউকে সেই স্বপ্ন বলি বা না বলি, কিন্তু আমাদের হৃদয়ে কোথাও না কোথাও এই স্বপ্নের প্রভাব থেকে যায়, আর এই প্রভাবের কারণে আমরা গুনাহের দিকে অগ্রসর হতে আমাদের পা কাঁপতে থাকে।

        এটা থেকে অনুমান করুন! যখন কিয়ামতের ভীতি সঞ্চার কারী একটি স্বপ্নের এই প্রভাব থাকে,  তাহলে যদি এইআল্লাহভীতি স্থায়ীভাবে আমাদের হৃদয়ে বসে যায়, তাহলে এর কতটুকু উপকার লাভ হবে।

 

 

 

 

 

আল্লাহভীতি ইসলামের মৌলিক শিক্ষা

        প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহভীতি, কিয়ামতের ভয়, জাহান্নামের ভয়ের অনেক বরকত রয়েছে, বিশ্বাস করুন! অধঃপতনের গহ্বরে নিপতিত জাতিকে যদি অগ্রগতি, উত্থান ও উচ্চতায় নিয়ে যেতে হয় তাহলে তার জন্য সবচেয়ে মৌলিক বিষয় হলো এ জাতির অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা। যখন আল্লাহভীতি অন্তরে প্রবেশ করে, মৃত্যুর পর পুনরুত্থানের, এবং আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার ভয় হৃদয়ে বসে যায়, তখন শুধু একজন ব্যক্তি নয় বরং গোটা সমাজ সংশোধন হয়ে যাবে, অধঃপতনের গহ্বরে নিপতিত জাতি উন্নয়নের চরম পর্যায়ে পৌঁছে যাবে। একটু চিন্তা করুন! আমাদের আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পৃথিবীতে আগমনের পূর্বে এমন কোন অপকর্ম ছিল যা আরব সমাজে পাওয়া যেত না  জাহেলিয়াতের যুগে ব্যভিচার ব্যাপক ছিল, মদ ব্যাপক ছিল, মিথ্যা বলা ব্যাপক ছিল, নির্লজ্জতা ব্যাপক ছিল, সুদ ব্যাপক ছিল, ঘুষ ব্যাপক ছিল বরং এর চেয়ে অধিক অপকর্ম কি হবে যে, পৃথিবীতে কুফর ও শিরক ব্যাপক ছিল, কাবা শরীফের আশেপাশেও শিরকের জিনিসপত্র বিদ্যমান ছিল, যখন আমাদের  আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রহমাতুল্লিল আলামীন হয়ে পৃথিবীতে আগমন করেন, তিনি নবুওয়াত ঘোষণা করেন, তখন তাঁকে صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যে আদেশ দেওয়া হয়েছে তা এটা ছিল:   

قُمْ   فَاَنْذِرْ ۪ۙ(۲)

(পারা: ২৯, সূরা: মুদ্দাসির, আয়াত: ২)        কানযুল ঈমান থেকে অনুবাদ: দণ্ডায়মান হয়ে যান অতঃপর সতর্ক করুন।

 

        অর্থাৎ প্রকাশ্যে ইসলাম প্রচারের প্রথম নির্দেশটিই ছিল আল্লাহভীতির উপর ভিত্তি করে, তারপর আমাদের আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাফা পাহাড়ে দাঁড়িয়ে সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের যে প্রচার করেন তাতেও তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লোকদেরকে আল্লাহভীতির শিক্ষা দিয়েছেন।