Book Name:Nazool e Quran Ka Aik Maqsid

        অতঃপর ইরশাদ করলেনঃ জাহান্নামের আগুন এক হাজার বছর প্রজ্বলিত করা হয়, ফলে তা লাল হয়ে যায়, তারপর এক হাজার বছর প্রজ্বলিত করা হয়, ফলে তা সাদা হয়ে যায়, অতঃপর এক হাজার বছর প্রজ্বলিত করা হয়, ফলে তা কালো হয়ে যায়। এখন আগুন কালো বর্ণের আছে, এটি কখনই নির্বাপিত হবে না, একথা শুনে একজন হাবশী কাঁদতে লাগলো, হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام এসে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি কে  আল্লাহর শেষ নবী মুহাম্মদ আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেনঃ সে হাবশার বাসিন্দা এবং আপনি তার কান্না পছন্দ করেছেন। জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام বললেন: আল্লাহ পাক বলেনঃ আমার সম্মান ও মহিমার শপথ! আমার যে বান্দা দুনিয়াতে আমার ভয়ে কাঁদবে, আমি জান্নাতে তাকে অবশ্যই হাসাবো। (শুয়াবুল ঈমান, খণ্ড: ১, পৃষ্ঠা: ৪৮৯, হাদীস: ৭৯৯) (৩) প্রিয়নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন  মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কম্পন করে তখন তার গুনাহগুলো এমনভাবে ঝরে পড়ে যেমনিভাবে শুকনো গাছ থেকে পাতা ঝরে পড়ে। (৪) প্রিয়নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাক বলেছেন: আমার সম্মান ও মহিমার শপথ! যে দুনিয়াতে আমাকে ভয় করবে, আমি কিয়ামতের দিন তাকে নিরাপদ রাখবো।

(শুয়াবুল ঈমান, খণ্ড: ১, পৃষ্ঠা: ৪৮৩- ৪৯১, হাদীস: ৭৭৭-৮০৩) 

 

আল্লাহ পাকের ভয়ই হেদায়তের উৎস

        প্রিয় ইসলামী ভাইয়েরা! অন্তরে আল্লাহভীতি ও পরকালের ভয় বৃদ্ধি করা পবিত্র কুরআনের অন্যতম মৌলিক উদ্দেশ্য। এটাও পবিত্র কুরআনের অনন্য প্রজ্ঞা যে, পবিত্র কুরআন জীবন পরিবর্তন করতে, একজন ব্যক্তি, একটি সমাজ ও একটি জাতির মাঝে ইতিবাচক বিপ্লব সাধিত করতে অন্তরে আল্লাহভীতি বৃদ্ধি করে, অতঃপর যখন অন্তরে আল্লাহভীতি প্রভাব বিস্তার করে তখন সমাজ নিজে নিজেই সঠিক পথের পথিক হয়ে যায়।

 

আমি যদি বাদশাহ হতাম তাহলে...!!

        আজ পবিত্র কুরআনের এই প্রজ্ঞাকে গুরুত্ব সহকারে বোঝা দরকার। এটা সত্যিই বাস্তব; আল্লাহভীতি একজন মানুষকে ভেতর থেকে সংশোধন করে। হযরত আবুল-জাওযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতেন, আমি যদি বাদশাহ হই, তাহলে রাস্তার উপর বড় বড় মিনার নির্মাণ করবো এবং সেগুলোর উপর একজন করে নিযুক্ত করে দিবো এবং তাদের এই ডিউটি লাগিয়ে দিব যে, ব্যাস সর্বদা যেন এভাবে ধ্বনি দিতে থাকে: হে লোকেরা, জাহান্নাম। হে লোকেরা, জাহান্নাম। হে লোকেরা, জাহান্নাম। (মাজমু' রসায়িলে ইবনে রজব হাম্বলি, খণ্ড: ৪, পৃষ্ঠা: ১০৩) যেন হযরত আবুল-জাওযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এটা ভালো করেই জানতেন যে, মানুষের অন্তরে যদি জাহান্নামের ভয় সৃষ্টি করে দেয়া হয় তবে শুধুমাত্র একজন ব্যক্তি নয় বরং সমগ্র জাতিই সঠিক পথের পথিক হতে পারে।

        আমরা কখনো নিজেদের ব্যাপারেই ভাবি  কতবার এমন হয় যে, বিন্দু পরিমাণ আল্লাহভীতি আমাদের কাঁপিয়ে তোলে এবং আমরা গুনাহকে ভুলে গিয়ে নেকীর পথে চলে আসি। চিন্তা করুন! জানাযা দেখে কি মুখে কালেমা শরীফ জারি হয় না * হঠাৎ ভূমিকম্প হলে লোকেরা কি গুনাহ ছেড়ে দিয়ে কালেমা তায়্যেবা পড়া শুরু করে না * শুধু স্বপ্নে কখনো কবর