Ya ALLAH! Mein Hazir Hon

Book Name:Ya ALLAH! Mein Hazir Hon

          মোটকথা...! আল্লাহ করীম তাঁর বান্দাদেরকে যত বিষয়ের আদেশ দিয়েছেন, যত বিষয়ে নিষেধ করেছেন, বান্দা প্রতিদিন সকাল বেলা উঠে, তা প্রকাশ করবে, তা স্বীকার করবে আর বলবে: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک অর্থাৎ আল্লাহ পাক তোমার যত আহকাম রয়েছে, আমি সবগুলো অবনত মস্তকে মেনে নিয়েছি, তুমি যত বিষয়ে আমাকে নিষেধ করেছো তা সবগুলো মেনে নিয়েছি।

          আল্লাহ পাক! আমাদেরকে মুস্তফার শিক্ষা অনুযায়ী প্রতিদিন সকালে এই দোয়া পাঠ করা এবং সঠিক অর্থে এর চাহিদার উপর আমল করার তৌফিক দান করুন

 

কার্যতভাবে আল্লাহর দরবারে মাথা নত করার বরকত

          হে আশিকানে রাসূল! আল্লাহ পাক হলেন আমাদের প্রতিপালক * তিনি আমাদের সৃষ্টি করেছেন * জীবন দান করেছেন * আমরা দেখি তো তাঁরই প্রদানকৃত চোখ দ্বারাই দেখি * শুনি তো তাঁরই প্রদানকৃত কান দ্বারাই শুনি * ধরি তো তাঁরই প্রদানকৃত হাত দ্বারাই ধরি * তিনিই নিশ্বাসের নেয়ামত দান করেছেন * তিনিই চলাফেরার ক্ষমতা প্রদান করেছেন * তিনিই আমাদের জন্য জমিনের মেঝে বিছিয়েছেন * তিনিই আসমানকে ছাদ বানিয়েছেন * আমাদের পরম করুণাময় ও দয়ালু প্রতিপালকই, যিনি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে, বীজ থেকে বৃক্ষে পরিণত করেন এবং আমাদের ফল দান করেন * তিনিই আমাদের হাজারো, লাখো, কোটি বরং এতো নেয়ামত দান করেছেন যে, আমরা গননা করতে চাইলেও করতে পারবো না।

          অনুমান করুন! যেই দয়ালু প্রতিপালক না চাইতে আমাদেরকে এতো কিছু দান করেছেন, যখন আমরা এই করুণাময় প্রতিপালকের আহকামের সামনে মাথা নত করবো তখন সেই দয়ালু প্রতিপালক আমাদের উপর আরো কিরূপ দয়া করবেন।

 

আল্লাহর সন্তুষ্টির জন্য শাসন ছেড়ে দিলেন

          হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছিলেন প্রসিদ্ধ ওলীয়ুল্লাহ, তাওবা করার পূর্বে তিনি ধনীর দুলাল ছিলেন, কিছু কিছু বর্ণনা অনুযায়ী তিনি বলখের শাহজাদা ছিলেন, একবার তিনি প্রাসাদের নিকটেই কোথাও বসে ছিলেন। এক ব্যক্তি এলো, সে প্রাসাদের ভেতর প্রবেশ করতে চাইলো। তাকে জিজ্ঞাসা করা হলো: কোথায় যেতে চাও? কোন কাজে এসেছো? বলতে লাগলো: আমি মুসাফির খানায় এসেছি, রাত কাটাতে চাইতাকে বলা হলো: এটা তো সাফির খানা নয়, এটা তো শাহজাদার প্রাসাদঐ ব্যক্তি বললো: আচ্ছা, বলতো এটা কার প্রাসাদ? বলা হলো: ইব্রাহিম বিন আদহামের। জিজ্ঞেস করলো: ইব্রাহিম বিন আদহামের পূর্বে এখানে কে ছিলো? বলা হলো: তাঁর পিতাতার পূর্বে কে ছিলো? তার পিতাতার পূর্বে কে ছিলো? তার পিতাতখন সে বললো: মুসাফির খানা একেই তো বলা হয় যে, একজন আসবে একজন চলে যাবেহযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সমস্ত কথা শুনছিলেন, এই কথাটি তাঁর অন্তরে প্রভাব বিস্তার করলো, তিনি সেই লোকটির পেছনে পেছনে চলে গেলেন এবং জিজ্ঞাসা করলেন: ভাই তুমি কে? সেই লোকটি উত্তর দিলো: আমি হলাম খিযর এবং তোমাকে আল্লাহর পথে পরিচালিত করতে এসেছি (অর্থাৎ তুমি এই কাজের জন্য জন্মাওনি, শাহজাদা হয়ে আরাম আয়েশে, আল্লাহ পাকের অবাধ্যতায়, আল্লাহ পাক থেকে দূরে অবস্থান করে জীবন অতিবাহিত