Ya ALLAH! Mein Hazir Hon

Book Name:Ya ALLAH! Mein Hazir Hon

          আল্লাহ পাক ইরশাদ করেন:

اَطِیْعُوا اللّٰہَ وَ اَطِیْعُوا الرَّسُوْلَ

(পারা ৫, সূরা নিসা, আয়াত ৫৯)                          কানযুল ঈমান থেকে অনুবাদ: নির্দেশ মান্য করো আল্লাহর এবং নির্দেশ মান্য করো রাসূলের।

 

          বান্দা কি বলবে? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।

          আল্লাহ পাক ইরশাদ করেন:

اَوْفُوْا بِالْعُقُوْدِ

(পারা ৬, সূরা মায়েদা, আয়াত ১)                    কানযুল ঈমান থেকে অনুবাদ: স্বীয় অঙ্গীকার পূরণ করো।

          বান্দা কি বলবে? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।

          আল্লাহ পাক ইরশাদ করেন:

اُذْکُرُوا اللّٰہَ  ذِکْرًا کَثِیْرًا(۴۱)

(পারা ২২, সূরা আহযাব, আয়াত ৪১)                 কানযুল ঈমান থেকে অনুবাদ: আল্লাহকে অধিক স্মরণ করো।

 

          বান্দা কি বলবে? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।

          আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ قُوْلُوْا  قَوْلًا  سَدِیْدًا  (۷۰)

(পারা ২২, সূরা আহযাব, আয়াত ৭০)                     কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং সরল কথা বলো।

 

          বান্দা কি বলবে? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।

          আল্লাহ পাক ইরশাদ করেন:

لَا  تُقَدِّمُوْا بَیْنَ یَدَیِ  اللّٰہِ  وَ رَسُوْلِہٖ

(পারা ২৬, সূরা হুজরাত, আয়াত ১)                        কানযুল ঈমান থেকে অনুবাদ: আল্লাহ ও তাঁর রাসূলের আগে বাড়বেনা।

 

          বান্দা কি বলবে? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।

          আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ تَبَتَّلْ  اِلَیْہِ تَبْتِیْلًا ؕ(۸)

(পারা ২৯, সূরা মুয্যাম্মিল, আয়াত ৮)                      কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তাঁরই দিকে মনোনিবেশ করে থাকুন।

          বান্দা কি বলবে? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।