Aal e Nabi Ke Fazail

Book Name:Aal e Nabi Ke Fazail

সন্তানদের চেয়ে প্রিয় না হবে وَأَهْلِي أَحَبَّ إِلَيْهِ مِنْ أَهْلِهِ এবং আমার আহলে বাইত তার নিকট তার পরিবারের চেয়ে বেশি প্রিয় না হবে।

(শুয়াবুল ঈমান, খণ্ড: ২, পৃষ্ঠা: ১৮৯, হাদীস: ১৫০৫)

 

আহলে বাইতের ভালবাসা ইশকে রাসূলের ফল

       হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: أَحِبُّوا اللهَ لِمَا يَخُذُوكُمْ مِنْ نِعَبِهِ অর্থাৎ আল্লাহকে ভালোবাসো কারণ তিনি তোমাদের নেয়ামত দেন, واحِبُّونی بِحُبّ الله এবং আল্লাহ পাকের ভালবাসার কারণে আমাকে ভালোবাসো وَأَحِبُّوا أَهْلَ بَيْتِی لِحُبی এবং আমার ভালোবাসার কারণে আমার আহলে বাইতকে ভালবাসো।

(তিরমিযী, পৃষ্ঠা: ৮৫৯, হাদীস: ৩৭৯৬)

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল; সাহাবা ও আহলে বাইতকে ভালোবাসা ইশকে রাসূলের ফল, মু'মিন বান্দার পরিচয় হলো, সে আল্লাহ পাককে ভালোবাসে, তার হৃদয়ে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালোবাসা থাকে আর যার হৃদয়ে রাসূলের ভালোবাসা থাকে তার পরিচয় হলো, সে সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان কে ভালোবাসে এবং সে আহলে বাইতকেও ভালোবাসে। এ সকল সম্পর্ককে একত্রিত করার ফলাফল হলো, সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের প্রতি ভালোবাসা মুসলমান হওয়ার নিদর্শন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

প্রকৃত আহলে বাইতের প্রেমিক কে?

          প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রকৃত আহলে বাইতের প্রেমিক কে? এটাও শুনে নিন! বর্ণিত আছে: একদিন হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ খুতবা দিচ্ছিলেন, এমন সময় ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ আসলেন, হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ দ্রুত খুতবা শেষ করে মিম্বর থেকে নেমে গেলেন। অতঃপর ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ মিম্বরে উপবিষ্ট হলেন, তিনি আল্লাহ পাকের প্রশংসা করলেন এবং তারপর বললেন: আমার নানাজান আমাকে ইরশাদ করেছেন যে, আল্লাহ পাক ইরশাদ করেন: আরশে আযিমের পায়ের নীচে একটি সবুজ রঙের বোর্ড রয়েছে, যার উপর লেখা আছে: হে মুহাম্মদের পরিবারবর্গের দল! তোমাদের মধ্যে যে কিয়ামতের দিন لا اله الا لله এর সাক্ষ্য প্রদানকারী হয়ে আসবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন।   

          একথা শুনে হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ জিজ্ঞেস করলেন: হে আবু আব্দুল্লাহ (অর্থাৎ ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ) মুহাম্মদের পরিবারবর্গের দল কে? বললেন: যারা শায়খাইন অর্থাৎ আবু বকর ও ওমর, ওসমান ও আমার সম্মানিত পিতা মাওলা আলী এবং হে মুয়াবিয়া আপনাকে গালমন্দ করে না, তারা হলো মুহাম্মদের পরিবারবর্গের দল।

(তরিখে মদীনা দামেশক, খণ্ড: ১৪, পৃষ্ঠা: ১১৩,১১৪)