Aal e Nabi Ke Fazail

Book Name:Aal e Nabi Ke Fazail

যদি সৈয়দজাদাগণ গুনাহ করে ফেলেন তবে...!!

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাও মনে রাখবেন যে, আল্লাহ না করুক যদি কোন সৈয়দজাদা গুনাহে লিপ্ত হয়ে যায়, তবুও তার সাথে বেয়াদবী করার অনুমতি নেই, তাঁদের আদব যেমন ছিল তেমনই থাকবে, কারণ সৈয়দজাদাদের আদব তাদের সত্তার কারণে নয় বরং সৈয়দদের সর্দার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সম্পর্ক হওয়ার কারণে, অতএব  যদি কোনো সৈয়দজাদা কোন শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হয়ে যায়, তবুও তার বিরুদ্ধে অন্তরে বিদ্বেষ প্রবেশ করতে দেবেন না, বরং আদবের সাথে তাকে নেকীর দাওয়াত দেওয়া উচিত। আল্লামা ইবনে হাজর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: একজন ইমাম সাহেব সৈয়দজাদাদের অনেক সম্মান করতেন, কেউ তাকে জিজ্ঞেস করলো: আপনি সৈয়দজাদাদের এত সম্মান করেন কেন? ইমাম সাহেব বললেন: একজন সৈয়দজাদা ছিলেন যিনি অহেতুক কাজে ব্যস্ত থাকতেন, যখন তিনি মারা গেলেন তখন আমার উস্তাদ সাহেব তাঁর জানাযার নামায পড়াননি, পরে আমার উস্তাদ সাহেব স্বপ্নযোগে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করলেন, তাঁর সাথে তাঁর শাহজাদী হযরত খাতুনে জান্নাত رَضِیَ اللهُ عَنْہَاও ছিলেন। 

          খাতুনে জান্নাত رَضِیَ اللهُ عَنْہَا আমার উস্তাদ সাহেব থেকে মুখ ফিরিয়ে নিলেন, উস্তাদ সাহেব অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন, তখন তিনি বললেন: আমাদের সন্তানদের সম্মান করার জন্য কি আমাদের সম্মান ও মহত্ত্ব যথেষ্ট নয়....!! (আশ শারফুল মুআব্বাদ লিআলি মুহাম্মাদ, পৃষ্ঠা: ১০২) অর্থাৎ আমাদের সন্তানদের মধ্যে যদি তুমি কোনো কল্যাণ দেখতে না পাও, তাহলে আমরা তো সম্মানিত ও মহিমান্বিত। আমাদের সম্মানের কারণেই আমাদের সন্তানদের সম্মান করো! আল্লাহ পাক আমাদের সৈয়দজাদেদের আদব ও সম্মান করার তৌফিক দান করো

          আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের رِضْوَانُ اللهِ عَنْہُمْ اَجْمَعِیْن আদবকারী, প্রকৃত প্রেমিক বানিয়ে দাও এবং তাঁদের শত্রুতা ও বেআদবী থেকে রক্ষা করো اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

নেক আমল বিভাগ

       প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর ৮০ টিরও বেশি বিভাগের মধ্যে একটি বিভাগ হলো নেক আমল। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ইচ্ছানুযায়ী ইসলামী ভাই ও ইসলামী বোনদের, জামেয়াতুল মদীনা এবং মাদরাসাতুল মদীনার ছাত্র ও ছাত্রীদেরকে আমলদার বানানোর প্রত্যয়ে নেক আমলের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে ‘নেক আমল বিভাগ’ প্রতিষ্ঠা করা হয়েছে।  আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন: আহ! অন্যান্য ফরয ও সুন্নাত পালনের পাশাপাশি সকল ইসলামী ভাই ও ইসলামী বোন যেন এই নেক আমলগুলোকে তাদের জীবনের অংশ বানিয়ে নেয় এবং দাওয়াতে ইসলামীর সকল যিম্মাদারও নিজ নিজ হালকায় এই (নেক আমল পুস্তিকা) প্রচার করে আর প্রত্যেক মুসলমান নিজ কবর ও আখেরাতের উন্নতির জন্য এই নেক আমলগুলোকে আন্তরিকভাবে গ্রহণ করে আল্লাহ পাকের