Book Name:Aal e Nabi Ke Fazail
আল্লামা
বদরুদ্দীন আইনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরও বলেন: (নবী صَلَّی اللهُ عَلَیْہِ
وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় রক্তের হুকুম সাধারণ মানুষের মত নয় এবং) যে উক্তি থেকে এটা
প্রমাণ হয় যে, নবী করীম
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাধারণ
মানুষের সমান, তা কোনো মূর্খ বোকার মুখের
কথাই হতে পারে। আরে কোথায় সেই মহিমান্বিত সত্তা আর কোথায় সাধারণ মানুষ! (উমদাতুল ক্বারী, খণ্ড: ২, পৃষ্ঠা: ৪৮১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় নবীর আওলাদেরও কি অনন্য মহিমা, তারা এতো উচ্চপদস্থ ব্যক্তিত্ব যে, পৃথিবীতে তাদের মতো বংশ নেই। সাহাবীয়ে রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُما বলেন: রাসূলে হাশেমী, সুলতানে মদীনা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাক সৃষ্টিকে দুই ভাগে বিভক্ত করেছেন, তন্মধ্যে আমাকে সর্বোত্তম অংশে রেখেছেন, তারপর সেই দুই প্রকারকে তিন প্রকারে বিভক্ত করেছেন। তখন আমাকে সেই তিন প্রকারের মধ্যে সর্বোত্তম এবং মহান প্রকারে রেখেছেন, তারপর তিনি সেই ৩ প্রকারের গোত্র বানিয়েছেন, তখন আমাকে সর্বোত্তম এবং উচ্চ গোত্রে রেখেছেন, তারপর গোত্রকে পরিবারের মধ্যে বিভক্ত করেছেন তখন আমাকে সর্বোত্তম পরিবারে রাখা হয়েছে, সুতরাং আল্লাহ পাক ইরশাদ করেন:
اِنَّمَا یُرِیْدُ اللّٰہُ لِیُذْھِبَ عَنْکُمُ الرِّجْسَ اَھْلَ الْبَیْتِ وَ یُطَہِّرَکُمْ تَطْہِیْرًا (ۚ۳۳)
(পারা: ২২, আহযাব, আয়াত: ৩৩) কানযুল ঈমান থেকে অনুবাদ: আল্লাহ্ তো এটাই চান যে, তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দেবেন।
ইমাম বাকির رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন যে, নবীদের নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমার কাছে জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام এলেন এবং আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আল্লাহর হুকুমে আমি জমিনের পূর্ব-পশ্চিম, পাহাড়-পর্বত, মরুভূমিতে সন্ধান করেছি, আমার দৃষ্টিতে আরবের চেয়ে উত্তম কোন গোত্র পড়েনি, অতঃপর আল্লাহ পাক হুকুম দিলেন, তখন আমি আরবে সন্ধান করলাম তখন মুদ্বার থেকে উত্তম কোন গোত্র পাইনি, অতঃপর আল্লাহ পাক হুকুম দিলেন, আমি মুদ্বার গোত্রের সন্ধান করা শুরু করলাম, তখন আমি বনু কিনানার চেয়ে উত্তম কাউকে পেলাম না, অতঃপর আদেশ দেওয়া হলো, আমি বনু কিনানায় সন্ধান করলাম কিন্তু কুরাইশ থেকে উত্তম কাউকে পেলাম না, অতঃপর আল্লাহ পাকের আদেশে আমি কুরাইশের মধ্যে সন্ধান করলাম তখন বনু হাশিম থেকে উত্তম কাউকে পেলাম না, অতঃপর বনু হাশিমে সন্ধানের আদেশ হলো আমি সন্ধান করলাম তখন কেউ আপনার থেকে উত্তম ও অনন্য পেলাম না। (আশ শারফুল মুআব্বাদ লিআলি মুহাম্মাদ, পৃষ্ঠা: ৪৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল? সৈয়দজাদাদের বংশে প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم থেকে হযরত আদম عَلَیْہِ السَّلَام পর্যন্ত যত পূর্বপুরুষরা রয়েছেন সকলেই