Aal e Nabi Ke Fazail

Book Name:Aal e Nabi Ke Fazail

একটি অংশ। আর নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র দেহের কোনো অংশই জাহান্নামের যোগ্য নয়

(ফাতাওয়ায়ে রযবীয়া, খণ্ড: ১৫, পৃষ্ঠা: ৭৩৮)

          (২) অন্যত্রে তিনি বলেন: হ্যাঁ! সালামতে ঈমান (অর্থাৎ যেই সৈয়দের ঈমান নিরাপদ থাকবে, তারা) আমল যেমনই হোক না কেন আল্লাহ রহমতে দৃঢ় আশা এটাই যে, যারা তাঁদের জ্ঞানে সৈয়দ, তাদের থেকে প্রকৃত অর্থে কোনো গুনাহের জন্য পাকড়াও করবেন না।

(ফাতাওয়ায়ে রযবীয়া, খণ্ড: ২৯, পৃষ্ঠা: ৬৪০)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

যাও! তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করে নিয়েছো

          হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُما থেকে বর্ণিত যে, এক ব্যক্তি মদীনার সুলতান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হিজামা লাগালো এবং দেহ মুবারক থেকে নির্গত রক্ত দেয়ালের আড়ালে বসে পান করে নিল। তিনি  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন তাকে জিজ্ঞেস করলেন যে, রক্ত কি করেছো, তখন সে আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনার রক্ত বরকতময় ছিল, আমি তা মাটিতে প্রবাহিত করা পছন্দ করিনি, এখন তা আমার পেটে আছে। একথা শুনে নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: যাও! তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করে নিয়েছো।

(আল মাওয়াহিবুল লাদুনিয়া, খণ্ড: ২, পৃষ্ঠা: ৭৬) 

          মাদারিজুন নবুওয়তে রয়েছে: উহুদের যুদ্ধে যখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আহত হয়েছিলেন, তখন হযরত মালিক বিন সিনান رَضِیَ اللهُ عَنْہُ সেই ক্ষত স্থানের রক্ত চুষে পান করে নিলেন। এতে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাকে সুসংবাদ দিলেন যে, যে জান্নাতী ব্যক্তিকে দেখতে চায়, সে যেনো একে দেখো। (মাদারিজুন নবুওয়ত, অধ্যায়: ১, পৃষ্ঠা: ২৬)

                        سُبْحَانَ الله!  একটু ভাবুন! যে সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র দেহ থেকে নির্গত রক্ত মুবারক পান করেছেন, তারা জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতের অধিকারী হয়ে গেছেন তাহলে সেই সম্মানিত মনীষী যারা সেই রক্তে গড়া এবং সেই বরকতময় রক্ত তাদের শিরা-উপশিরায় প্রবাহমান, তারা জাহান্নামের আগুনের ছোঁয়া কিভাবে পাবে? (মাতলাউল ক্বামরাইন, পৃষ্ঠা: ৬১)

 

আপনার মত কেউ হতেই পারে না

          প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! রক্ত হারাম, মানুষ তো মানুষ কোনো হালাল পশুর রক্ত পান করাও জায়েয নেই কারণ রক্ত অপবিত্র। কিন্তু আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অপূর্ব মহিমা, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অদ্বিতীয় ও অতুলনীয়, তাঁর রক্ত মুবারক অপবিত্র নয়, অসংখ্য সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان তাঁর দেহ মোবারক থেকে নির্গত রক্ত পান করেছেন অথচ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এ থেকে নিষেধ করেননি। বুখারী শরীফের ব্যাখ্যাকারক