Aal e Nabi Ke Fazail

Book Name:Aal e Nabi Ke Fazail

অনৈতিকতার ময়লা দ্বারা কলুষিত হতে দেবেন না। এ থেকে জানা গেল যে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র স্ত্রীগণ এবং তাঁর পবিত্র সন্তানগণ থেকে পবিত্র

(তাফসীরে নূরুল ইরফান, পারা: ২২, আহযাব, ৩৩ নং আয়াতের পাদটীকা)

 

সমস্ত অনৈতিকতা থেকে পবিত্র

          সদরুল আফাযিল মুফতি মুহাম্মদ নঈমুদ্দীন মুরাদাবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: উক্ত আয়াতটি আহলে বাইতের ফযিলতের উৎস। এটা থেকে পবিত্র আহলে বাইতের মহান গুণাবলী ও উচ্চ মহত্ত্ব ও মর্যাদা প্রকাশ পায় এবং এটা থেকে প্রতীয়মান হয় যে, আল্লাহ পাক পবিত্র আহলে বাইতকে সমস্ত অনৈতিকতা থেকে পবিত্র রেখেছেন, বরং প্রত্যেক সেই বস্তু যা তাদের উচ্চ স্থান ও মর্যাদার উপযুক্ত নয়, আল্লাহ পাক তাদেরকে সেগুলো থেকে হেফাজত করেন এবং রক্ষা করেন। (সাওয়ানিহে কারবালা, পৃষ্ঠা: ৮২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

আহলে বাইতের মধ্যে কারা অন্তর্ভুক্ত?

          হযরত ইমাম ফখরুদ্দীন রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উল্লেখিত আয়াতের টীকায় বলেন: পবিত্র আহলে বাইত কারা, সে সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। এটা বলা উত্তম যে, প্রিয় নবী মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সকল সন্তান, তাঁর পবিত্র পত্নীগণ হলেন আহলে বাইত। হযরত ইমাম হাসান ও হোসাইন رَضِیَ اللهُ عَنْہُما এবং হযরত মওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ ও তাঁদের মধ্যে অন্তর্ভুক্ত। (তাফসীরে কবীর, পারা: ২২, সূরা: আহযাব, ৩৩ নং আয়াতের পাদটীকা, ৯/১৬৮)

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে এ বিষয়টি লক্ষ্য রাখবেন যে, পবিত্র আহলে বাইতগণ গুনাহ থেকে সুরক্ষিত কিন্তু নিষ্পাপ নয় কারণ শুধুমাত্র নবী ও ফেরেশতারা নিষ্পাপ। সুরক্ষিত দ্বারা উদ্দেশ্য হলো, তাদের দ্বারা গুনাহ সংগঠিত হওয়া সম্ভব, কিন্তু আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে রক্ষা করেন, অথচ নিষ্পাপ দ্বারা উদ্দেশ্য হলো: সেই মনীষীগণ যাদের দ্বারা গুনাহ সংগঠিত হওয়া শরীয়তের দৃষ্টিতে অসম্ভব। অতঃপর এটাও মনে রাখবেন যে, সৈয়দজাদাদের মধ্যে যারা উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, যারা ওলীআল্লাহ, যেমন বিবি ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا, ইমাম হাসান ও হোসাইন رَضِیَ اللهُ عَنْہُما, তদ্রূপ হুযুর গাউসে পাক শায়খ আব্দুল কাদির জিলানী, হুজুর দাতা গঞ্জ বখশ আলী হাজভীরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِما প্রমুখ, তাঁরা গুনাহ থেকে পবিত্র, অন্যান্য যারা সৈয়দ রয়েছেন তাদের দ্বারা গুনাহ তো হয়ে যায়, কিন্তু اِنْ شَآءَ الله মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সদকায় তাদের গুনাহের কারণে পাকড়াও করা হবে না। সুতরাং এ প্রসঙ্গে আশিকে সাহাবী ও আহলে বাইত আ'লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দুটি বাণী শুনুন!

          (১) প্রত্যেক সৈয়দ সহীহুন নসব (অর্থাৎ ঐ সৈয়দ, যারা প্রকৃতপক্ষে ইলমে ইলাহীতে হাসনাইনে কারীমাইনের বংশধরের অন্তর্ভুক্ত, তারা) নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র দেহের