Aal e Nabi Ke Fazail

Book Name:Aal e Nabi Ke Fazail

রহমত ও দয়ায় জান্নাতুল ফেরদৌসে মাদানী হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্বের মহা সৌভাগ্য অর্জন করে নেয় আসুন! আমরাও নেকীর কাজে স্বক্রিয়ভাবে অংশগ্রহন করি এবং নেক আমলের প্রতি শুধু নিজে নয় বরং অপর ইসলামী ভাইদেরকেও আমলের প্রতি উৎসাহিত করে অসংখ্য সাওয়াব অর্জন করি।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

২৩ নাম্বার নেক আমল

       প্রিয় ইসলামী ভাইয়েরা! সর্বদা মিথ্যা পরিহার করুন এবং সত্যকে আঁকড়ে ধরুন, এর বরকতে সমাজের অসঙ্গতির অবসান ঘটবে এবং সম্প্রীতি ও ঐক্যের ফয়যান প্রচার হবে। মনে রাখবেন! যেভাবে ঘরের বাইরে অসঙ্গতির চিকিৎসা করা জরুরি, তেমনি ঘরের ভেতরেও যদি অসঙ্গতির অন্ধকার ছেয়ে যায় তবে আলোতে পরিণত করা খুবই জরুরি। ঘরের ভেতরের অসঙ্গতির অবসান ঘটাতে, ঘরের ভেতর সম্প্রীতি ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করতে এবং দ্বীনি পরিবেশ তৈরি করার অন্যতম কার্যকর উপায় হল ‘ঘর দরস’ ‘ঘর দরস’ হলো ঐ নেক আমল যার উৎসাহ আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী ৭২টি নেক আমলে বর্ণনা করেছেন। যেমন; নেক আমল নাম্বার ২৩ হলো: আজকে কি আপনার ঘরে ঘর দরস হয়েছে? অথবা কোন অপারগতার ক্ষেত্রে আপনার অনুপস্থিতিতে ঘর দরসের ধারাবাহিকতা ছিল?

          এটি এমন একটি নেক আমল, এর উপর আমল করার বরকতে আমাদের ঘরে দ্বীনি পরিবেশ সৃষ্টি হবে এবং আমাদের পরিবারের সদস্যদের সংশোধনও হতে থাকবে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সৈয়দজাদাদের সম্মানের ব্যাপারে মাদানী ফুল

       প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সৈয়দজাদাদের সম্মানের ব্যাপারে কয়েকটি মাদানে ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী লক্ষ্য করুন। (১) ইরশাদ করেন: যে ব্যক্তি আমার আহলে বাইতের মধ্য থেকে কারো সাথে সদ্ব্যবহার করবে, আমি তাকে কিয়ামতের দিন এর প্রতিদান দিব। (জামিউস সগীর, পৃষ্ঠা: ৫৩৩, হাদীস: ৮৮২১) (২) ইরশাদ করেন: যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে কারো সাথে এই পৃথিবীতে সদ্ব্যবহার করবে, যখন সে কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাৎ করবে, তখন এর প্রতিদান দেওয়া আমার উপর আবশ্যক। (তারিখে বাগদাদ, ১০/১০২, হাদীস: ৫২২১) * সৈয়দজাদাদের সম্মান করা ফরয এবং তাদের অবমাননা করা হারাম। (কুফরীয়া কালিমাত কে বারে মে সাওয়াল জাওয়াব, পৃষ্ঠা: ২৭৭) সৈয়দজাদাদের সম্মান ও শ্রদ্ধা করার প্রধান কারণ হলো, এই সত্তাগণ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র দেহের অংশ। (সাদাতে কেরাম কি তাযিম, পৃষ্ঠা: ৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد