Book Name:Aal e Nabi Ke Fazail
বিলাল! লোকদেরকে জড়ো করো...!! অতঃপর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মিম্বরে উপবিষ্ট হলেন, আল্লাহ পাকের প্রশংসা করলেন এবং ইরশাদ করলেন: তাদের কি হয়েছে যে, যারা মনে করে আমার আত্মীয়তা কোন উপকারে আসবে না? কেয়ামতের দিন প্রত্যেক উপায় ও সম্পর্ক (বংশগত ও শ্বশুরবাড়ির সম্পর্ক) ভেঙ্গে যাবে, তবে আমার উপায় ও বংশ দুনিয়া ও আখিরাতে মিলিত থাকবে।
(মাজমায়ুয যাওয়ায়িদ, খণ্ড: ৮, পৃষ্ঠা: ২৮২, হাদীস: ১৩৮২৭)
আল্লামা ইবনে আবেদীন শামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রায় একই শব্দের হাদীসটি একাধিক সনদ দ্বারা বর্ণিত হয়েছে এবং এছাড়াও অনেক হাদীস রয়েছে যা প্রমাণ করে যে, রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র বংশ তাঁর আওলাদদেরকে অবশ্যই উপকৃত করবে। اِنْ شَآءَ الله তাঁরা পৃথিবী থেকে ভালো অবস্থায় বিদায় নিবে এবং পরকালে মুক্তি পাবে। নিশ্চয় প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র আওলাদ দুনিয়া ও আখেরাতে খুবই সৌভাগ্যবান। (রাসাঈলে ইবনে আবেদীন, ১/২৭)
আওলাদে মুস্তফা কিয়ামতের দিন কোথায় থাকবে?
اَلْحَمْدُ لِلّٰه রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যেভাবে দুনিয়াতে সর্দার, اِنْ شَآءَ الله আখিরাতেও শান্তিময় ও মর্যাদাপূর্ণ, দোযখ থেকে দূরে এবং জান্নাতের অধিকারী হবেন। ২৭ পারা সূরা ত্বুরের ২১ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ الَّذِیْنَ اٰمَنُوْا وَ اتَّبَعَتْہُمْ ذُرِّیَّتُہُمْ بِاِیْمَانٍ اَلْحَقْنَا بِہِمْ ذُرِّیَّتَہُمْ وَ مَاۤ اَلَتْنٰہُمْ مِّنْ عَمَلِہِمْ مِّنْ شَیْءٍ ؕ
(পারা: ২৭, সূরা: তূর, আয়াত: ২১) কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং যারা ঈমান এনেছে আর তাদের সন্তানগণ ঈমান সহকারে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলিয়ে দিই এবং তাদের কর্মের মধ্যে তাদেরকে কিছু কম দিই নি।
তাফসীরে নূরুল ইরফানে রয়েছে: অর্থাৎ যদি মু’মিনদের সন্তানরা ঈমানদার হয়, তাহলে আমি সন্তানদেরকে তাদের পিতা-মাতার সাথে জান্নাতে রাখবো, আলাদা করবো না। এটা থেকে জানা গেল যে, পিতা-মাতার উসিলায় সন্তানদের মর্যাদা বৃদ্ধি পায়। হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আওলাদরা নবী নন কিন্তু রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে জান্নাতে থাকবেন, উসিলা প্রমাণ হলো। এটাও জানা গেল যে, জান্নাতি ব্যক্তি তার সন্তান সন্ততির সাথে জান্নাতে থাকবে, এভাবে যে, যদি পিতার মর্যাদা কম হয় এবং সন্তানের উঁচু হয় তবে পিতাকে উন্নীত করে আওলাদের কাছে পৌঁছানো হবে। অতএব اِنْ شَآءَ الله বিবি আমিনা, হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہَما ও রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তানরা রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সঙ্গে থাকবেন। (তাফসীরে নূরুল ইরফান, পারা: ২৭, সূরা তূর, ২১ নং আয়াতের পাদটীকা)
আহলে বাইত সমগ্র পৃথিবী জন্য নিরাপত্তা
প্রিয় ইসলামী ভাইয়েরা! পবিত্র আহলে বাইতের গুণাবলীর মধ্যে অন্যতম গুণাবলী হলো, পবিত্র আহলে বাইত অর্থাৎ আমাদের আক্বা ও মাওলা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর