Aal e Nabi Ke Fazail

Book Name:Aal e Nabi Ke Fazail

তাদের চাচা হলেন জাফর বিন আবি ত্বালিব এবং خَالُهُمَا إِبْرَاهِيمُ بْنُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ তাদের মামা হলেন হযরত ইব্রাহীম বিন রাসূলিল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আর خَالَتَا هُمَا رُقَيَّةٌ وَأَمْ كُلْثُومٍ ابْنَتَارَ سُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ তার খালারা হলেন রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কন্যা রুকাইয়াহ এবং উম্মে কুলসুম رَضِیَ اللهُ عَنْہُما(আর রিয়াদ্বুন নাদ্বরা, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৯২)

 

সুন্নাতে ফারুকীর উপর আমল করুন!

          প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল; বংশের দিক দিয়ে রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বংশধররা আলাদা সম্মানের অধিকারী, তাদের মতো বংশ আর কারো নসিব হয়নি, পাশাপাশি এ ঘটনা থেকে এটাও জানা গেল যে, যখনই কোনো কিছু বন্টন করতে হয়, তখন সৈয়দজাদাদের সম্মানের পরিপ্রেক্ষিতে তাদের দ্বিগুণ ভাগ দেওয়া উচিত, এটাই সুন্নাতে ফারুকী।

                        اَلْحَمْدُ لِلّٰه আশিকে সাহাবা ও আহলে বাইত, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہও এই সুন্নাতে ফারুকীর অনুসারী, তিনি সৈয়দজাদাদের অনেক সম্মান করেন, সাক্ষাতের সময় যদি বলে দেওয়া হয় যে, ইনি সৈয়দজাদা তবে অসংখ্য বার দেখা গেছে যে, তিনি অত্যন্ত বিনীতভাবে সৈয়দজাদাদের হাত চুম্বন করেন, তাদেরকে নিজের পাশে বসান, সৈয়দজাদাদের সন্তানদের সাথে অসীম ভালবাসা এবং মমতা সুলভ আচরণ করেন, কিছু বন্টন করার সময় সৈয়দজাদাদের ডবল দেন, কখনও কখনও কোনো সৈয়দজাদাদের দেখে আন্দোলিত হয়ে পড়তে শুরু করেন:

                        হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর কৃপায় আল্লাহ পাক আমাদেরকেও সৈয়দজাদাদের সম্মান ও আদব বজায় রাখার তৌফিক দান করো

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

আহলে বাইতের বংশের একটি বৈশিষ্ট্য

       প্রিয় ইসলামী ভাইয়েরা! একটি বিষয় এটাও যে, সৈয়দজাদাদের বংশ অত্যন্ত ফযিলতপূর্ণ, এর পাশাপাশি এই পবিত্র ও উচ্চ-মর্যাদা সম্পন্ন বংশের একটি গুরুত্বপূর্ণ গুণ হলো, কিয়ামতের সেই ভয়াবহ দিন যখন সকল সম্পর্ক ভেঙ্গে যাবে, মা তার আদরের দুলালকে ছেড়ে দিবে, বাবা সন্তান থেকে পালাবে, কেউ জিজ্ঞেস করবে না যে, কে কার ছেলে আর কার ভাই, কিন্তু উৎসর্গ হোন! পবিত্র আহলে বাইতের মহিমার প্রতি যে, তাদের পবিত্র বংশ হলো সেই মুবারক ও মজবুত রশি, যা কখনো ভাঙার নয়, এই বংশ পৃথিবীতেও প্রতিষ্ঠিত থাকবে, কবরেও প্রতিষ্ঠিত থাকবে, হাশরে, মিযানে, পুলসিরাতে প্রতিটি স্থানে কাজে আসবে। সুতরাং একটি বর্ণনায় রয়েছে: একদিন রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুফু হযরত সাফিয়া رَضِیَ اللهُ عَنْہَا কে কেউ বললো: আল্লাহ পাকের দরবারে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আত্মীয়তা আপনার কোন উপকারে আসবে না। রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এ কথাটি জানতে পারলেন, তখন তিনি
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাগান্বিত হলেন এবং হযরত বিলাল رَضِیَ اللهُ عَنْہُ কে ইরশাদ করলেন: হে