Book Name:Aal e Nabi Ke Fazail
سُبْحَانَ الله জানা গেল; যে সাহাবায়ে কেরামদের عَلَیْہِمُ الرِّضْوَان সম্মান করে ও চারজন সাহাবীকেও সম্মান করে এবং খালুল মু’মিনীন (অর্থাৎ সকল মুসলমানের মামা) হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর বিরুদ্ধেও গালমন্দ করে না, সে প্রকৃত আহলে বাইতের প্রেমিক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
পবিত্র আহলে বাইতের মারিফাতের বরকত
হযরত আল্লামা কাযী আয়ায মালিকী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শিফা শরীফে বর্ণনা করেন: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মুহাম্মাদের পরিবারবর্গের মারিফাত (অর্থাৎ পরিচয়) লাভ করা জাহান্নামের আগুন থেকে মুক্তি, তাদের প্রতি ভালোবাসা পুলসিরাতে সহজতা এবং তাদের প্রতি সদয় হওয়া আল্লাহর শাস্তি থেকে নিরাপত্তা। (শিফা, খণ্ড: ২, পৃষ্ঠা: ৪০)
আহলে বাইতের ভালোবাসাই সম্মান বৃদ্ধির উপায়
হযরত আবু নসর বিশর বিন হারিস হাফি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার স্বপ্নে আমি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দীদার দ্বারা ধন্য হলাম। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: হে বিশর! তুমি কি জানো, আল্লাহ পাক তোমাকে তোমার যুগের ওলীদের থেকে উচ্চ মর্যাদা কেন দান করেছেন? আমি আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি জানি না। তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: কারণ তুমি আমার সুন্নাতের অনুসরণ কর, নেক লোকদের সেবা কর, নিজের মুসলিম ভাইদের মঙ্গল কামনা কর (অর্থাৎ তাদেরকে উপদেশ দাও) এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার সাহাবায়ে কেরাম এবং আমার আহলে বাইতকে ভালোবাসো। এটাই সেই কারণ যা তোমাকে নেককার লোকদের স্তরে পৌঁছে দিয়েছে। (রিসালায়ে কুশেরিয়া, পৃষ্ঠা: ৩১)
سُبْحَانَ الله প্রিয় ইসলামী ভাইয়েরা! একটু ভাবুন! আওলাদে মুস্তাফার প্রতি ভালোবাসার কী অতুলনীয় মহিমা, যে এই ভালোবাসা নিয়ে পৃথিবী ত্যাগ করবে, সে শহীদ, যে নবীর বংশের ভালোবাসা নিয়ে এই পৃথিবী ত্যাগ করবে তার জন্য ক্ষমা রয়েছে, যে নবীর বংশের ভালোবাসা নিয়ে এই পৃথিবী ত্যাগ করবে, সে পরিপূর্ণ ঈমানদার, যে নবীর বংশের ভালোবাসা নিয়ে এই পৃথিবী ত্যাগ করবে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, যে নবীর বংশের ভালোবাসা নিয়ে এই পৃথিবী ত্যাগ করবে, তাকে সম্মানের সহিত জান্নাত প্রবেশ করানো হবে, যে নবীর বংশের ভালোবাসা নিয়ে এই পৃথিবী ত্যাগ করবে, তার কবরে জান্নাতী দরজা খুলে যাবে, যে ব্যক্তি নবী পরিবারের প্রতি ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, রহমতের ফেরেশতারা তার কবর জিয়ারতের জন্য আসবে এবং যে ব্যক্তি নবী পরিবারের প্রতি ভালোবাসা পোষণ করবে, তাকে পুলসিরাতে নিরাপত্তা প্রদান করা হবে। আল্লাহ পাক আমাদেরকেও এই পবিত্র ভালবাসা নসিব করো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد