Hum Ne Karbala Se Kia Seekha

Book Name:Hum Ne Karbala Se Kia Seekha

সুন্নাতের ফযিলত সম্পর্কিত ৩ হাদীস

          (১) তাজেদারে রিসালাত, শাহানশাহে নবুয়ত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِی فَقَدْ اَحَبَّنِی وَمَنْ اَحَبَّنِی كَانَ مَعِیَ فِی الْجَنَّةِ অর্থাৎ যে আমার সুন্নাতকে ভালবাসল সে (মূলত) আমাকে ভালবাসল আর যে আমাকে ভালবাসল সে আমার সাথে জান্নাতে থাকবে। (তারিখে দামেশক, খণ্ড: ৯ পৃষ্ঠা ৩৪৩) (২) একদিন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তিনবার ইরশাদ করলেন: আমার প্রতিনিধির প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। জিজ্ঞেস করা হলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার প্রতিনিধি কে? ইরশাদ করলেন: আমার সুন্নাতের প্রতি ভালোবাসা পোষণকারী এবং অন্যকে শিক্ষা প্রদানকারী (জামে বয়ানে ইলম, খণ্ড: ১, পৃষ্ঠা ২০১, হাদীস ২২০) (৩) আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ تَمَسَّكَ بِالسُّنَّةِ دَخَلَ الْجَنَّةَ অর্থাৎ যে আমার সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, সে জান্নাতে প্রবেশ করবে।

(জামেয়ে সগীর, পৃষ্ঠা ৫২২, হাদীস ৮৬০৩)

 

          আল্লাহ পাক আমাদের সুন্নাতের অনুসারী বানাক, আমাদের নিজেদেরও সুন্নাতের অনুসরণ করতে হবে এবং এর পাশাপাশি অপরকেও এর দাওয়াত দিতে হবে। এখন যে নির্বোধ লোকেরা مَعَاذَ الله নেকীর পথে বাঁধা হয়ে দাঁড়ায়, সুন্নাতের অনুসারীদের দিকে বাঁকা চোখে তাকায়, তাদের প্রতি উপহাসের বিষাক্ত তীর নিক্ষেপ করে, তাদের ভয় করা উচিতনেকীর থেকে বাঁধা দেয়া বা এই পথে প্রতিবন্ধক হওয়া অমুসলিমদের পদ্ধতি, ওয়ালিদ বিন মুগিরা, যে কিনা অনেক বড় গুস্তাখে রাসূল এবং অকাট্য অমুসলিম ছিলো, আল্লাহ পাক তার একটি মন্দ বৈশিষ্ট এটাই বর্ণনা করেছেন: مَنَّاعٍ لِّلْخَیْرِ কানযুল ঈমান থেকে অনুবাদ: সৎকাজে বড় বাঁধা প্রদানকারী (পারা ২৯, সূরা কলম, আয়াত ১২)

 

          اَلله! اَلله! জানা গেলো; নেকীর পথে প্রতিবন্ধক হওয়া মুসলমানের নয় অমুসলিমের কাজ, একজন সত্যিকার হুসাইনী নেকীর পথে বাঁধা দেয় না বরং নেকীর প্রতি উদ্বুদ্ধ করে আল্লাহ পাক আমাদেরকে নেককার হওয়া এবং নেকীর দাওয়াত প্রসার করার তৌফিক দান করুক

 

(২-৯) নাপাক ইয়াযীদের সাতটি বদাভ্যাস 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! নিশ্চয়ই ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ ইয়াযীদের মন্দ চরিত্র সম্পর্কে ভালো করেই অবগত ছিলেন, এখন আসুন! দেখি ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ নিজে কিভাবে ইয়াযীদের খারাপ চরিত্র তুলে ধরেন? সদরুল আফাযিল, মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: যখন ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সামনে অভিশপ্ত ইয়াযীদের বাইয়াত হওয়ার প্রস্তাব উপস্থাপন করা হলো তখন তিনি বললেন:
لِاَنّہٗ کَانَ فَاسِقًا، مُدْمِنَ الْخَمَرِ ظَالِماً ইয়াযীদ ফাসিক ( অর্থাৎ জনসম্মুখে কবিরা গুনাহ সম্পাদনকারী)