Hum Ne Karbala Se Kia Seekha

Book Name:Hum Ne Karbala Se Kia Seekha

ফিরিয়ে দেয়া, যাতে সে এই মহান শাস্তিবার্তার মধ্যে না পড়ে, কেননা এই আয়াত শুধু পূর্ববর্তী উম্মতের সাথে বিশেষায়িত নয় বরং প্রত্যেক অত্যাচারীর জন্যই

(তাফসীরে সাভী, পারা ১২, সূরা হুদ, ১০২নং আয়াতের পাদটীকা, /৯৩১)

 

          আল্লাহ পাক আমাদেরকে মুসলমানদের সাথে সদ্ব্যবহার করার এবং তাদের উপর যে কোন প্রকার অত্যাচার ও নিপীড়ন করা থেকে বাঁচার তৌফিক দান করো

 

শয়তানের অনুসরণ করা ইয়াযীদি চরিত্র

          অনুরূপভাবে ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ বলেছেন: ইয়াযীদ পরম করুণাময়ের আনুগত্য পরিত্যাগ করে শয়তানের অনুসরণ করে।

          اَلله! اَلله! এটা একটা বড় পরীক্ষা। * নামায পড়া হলো আল্লাহর আনুগত্য, নামায না পড়া হলো শয়তানের অনুসরণ। আমাদের মধ্যে কয়জন মানুষ সত্যিকারের নামাযী? * নেকী করা আল্লাহর আনুগত্য, গুনাহে পড়া শয়তানের আনুগত্য, আমাদের মধ্যে কয়জন গুনাহ থেকে বিরত থাকি? * রমযানের রোযা রাখা আল্লাহর আনুগত্য, রোযা না রাখা শয়তানের অনুসরণ, ভাবুন! কতজন লোক রোযা রাখে? * পিতা-মাতার আনুগত্য করা * ভাই-বোনের হক আদায় করা * স্ত্রীর হক পূরণ করা * মুসলমানদের সম্মান করা * ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা, এসবই আল্লাহর আনুগত্য আর এর বিপরীত করা শয়তানের অনুসরণ। * মিথ্যা বলা, গীবত করা, চুগলি করা, ওয়াদা ভঙ্গ করা, গালিগালাজ করা এসব গুনাহ এবং শয়তানের অনুসরণ। আমাদের মধ্যে কয়জন এমন রয়েছে যারা এগুলো থেকে বিরত থাকে?

 

          এগুলো ইয়াযীদের বদ অভ্যাস, এগুলো হলো সেই বিষয় যার উপর ভিত্তি করে ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ ইয়াযীদের হাতে বাইয়াত হওয়াকে প্রত্যাখ্যান করেছিলেন, কারবালার ময়দানে চিরন্তন ত্যাগ স্বীকার করেছিলেনআমরা চিন্তা করি! আল্লাহ না করুক যদি আমাদের চরিত্রও এমন হয়, আল্লাহ না করুক আমরা যদি শয়তানের অনুসারী হই, ফাসিক ও গুনাহগার হই, তবে একবার ভাবুন! ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ কি আমাদের প্রতি খুশি হবেন? কখনোই না। এই সমস্ত বিষয়গুলি আমরা কারবালা থেকে শিক্ষা পাই, অতএব যদি আমরা সত্যিকারের হুসাইনী হই, তাহলে আমাদের উচিত যে, আমাদের ইয়াযীদের চরিত্র থেকে বেঁচে থাকা, শুধু কথায় নয়, চরিত্রে হুসাইনী হয়ে যাওয়া আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করো

 

(১১) ইয়াযীদ ও পার্থিব আসক্তি

          হে আশিকানে রাসূল! কারবালা থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখেছি, তা হল, হতভাগ্য ইয়াযীদ কারবালার ময়দানে যে সমস্ত নৃশংসতা করেছিল এবং করিয়েছিল এসব কিছু মূলত জগতের মোহ ও লালসার ফলশায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন: নিকৃষ্ট ইয়াযীদ ধনসম্পদ ও