Hum Ne Karbala Se Kia Seekha

Book Name:Hum Ne Karbala Se Kia Seekha

মদ্যপায়ী এবং অত্যাচারী (আমি কীভাবে এমন ব্যক্তির হাতে বাইয়াত গ্রহণ করবো)। (সাওয়ানিহে কারবালা পৃষ্ঠা: ১১৪)  

 

 

 

 

ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর খুতবা

          ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ কারবালার ময়দানে যাওয়ার সময় পথিমধ্যে ইয়াযীদ বাহিনীর সামনে খুতবা দিতে গিয়ে বলেন: হে লোকসকল! রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: নিশ্চয় যে ব্যক্তি এমন শাসক দেখবে যে নির্যাতন করে, আল্লাহ পাকের হারাম কৃত বস্ত সমূহকে হালাল বলে আখ্যায়িত করে, আল্লাহ পাকের অঙ্গীকার ভঙ্গ করে, সুন্নাতের বিরোধিতা করে, মানুষের মাঝে গুনাহ এবং নির্যাতন, নিপীড়ন ও সীমালংঘনের প্রবর্তন ঘটায়, আর দর্শক যদি এমন অত্যাচারীকে তার হাত বা জিহ্বা দিয়ে খারাপ কাজ করা থেকে বিরত না রাখে  তবে আল্লাহ পাক নিজ দায়িত্বে এ বিষয়টি আবশ্যক করে নেন যে, তাকে (দর্শককে) সেই (অত্যাচারীর) সাথে রাখবেন। হে লোক সকল! শুনো, এই ইয়াযীদিরা শয়তানের আনুগত্যকে বাধ্যতামূলক করেছে, পরম করুণাময় আল্লাহ পাকের আনুগত্য পরিত্যাগ করেছে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মহান আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাক প্রদত্ত হারাম জিনিসকে হালাল ঘোষণা করেছে এবং হালালকে হারাম বলে ঘোষণা করেছে। এমন অত্যাচারীর সামনে সত্যের বাণী তুলে ধরার আমিই বেশি হকদার।

(তারিখে তাবারী, খণ্ড: ৩, পৃষ্ঠা ৩০৬)

 

          হে আশিকানে রাসূল!! ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ পাপিষ্ঠ ইয়াযীদের সাতটি বদ অভ্যাস বর্ণনা করেছেন, (১) ইয়াযীদ (ফাসিক) পাপিষ্ঠ (২) ইয়াযীদ মদ্যপায়ী (৩) ইয়াযীদ অত্যাচারী (৪) ইয়াযীদ পরম করুণাময়ের আনুগত্য ত্যাগ করে শয়তানের অনুসরণ করে। (৫) ইয়াযীদ ফেতনা ফ্যাসাদ ছড়ায় (৬) ইয়াযীদ আল্লাহর সীমা লঙ্ঘন করে
(৭) ইয়াযীদ আল্লাহর হালালকৃত জিনিসকে হারাম এবং হারামকৃত জিনিসকে হালাল বলে আখ্যায়িত করে
   

 

গুনাহের অনিষ্টতা

       এবার আমরা আমাদের চরিত্রের প্রতি একটু দৃষ্টি দেই! ইয়াযীদ ফাসিক ছিল, ফাসিক তাকে বলা হয়: যে প্রকাশ্যে গুনাহ করে। আমাদের সমাজে এমন কত লোক আছে যারা প্রকাশ্যে গুনাহ এড়িয়ে চলে? দাড়ি মুণ্ডন করা বা এক মুষ্টির চেয়ে ছোট করা হারাম। অসংখ্য লোক রয়েছে যারা দাড়ি মুন্ডন করে বুক ফুলিয়ে চলাচল করে? গানবাজনা প্রকাশ্যে চলছে ঘরে উচ্চ আওয়াজে গান বাজনা চলছে, প্রকাশ্যে সিনেমা দেখা হচ্ছে, নাটক দেখা হচ্ছে, কারো বাড়িতে বিবাহ হলে, জানিনা কেমন কেমন গুনাহ প্রকাশ্যে হয়

 

          কারবালার ঘটনার শিক্ষা এটাই এবং আসল হুসাইনী হওয়া একেই বলে যে, আমরা যেনো গুনাহ থেকে বেঁচে থাকিআল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন: