Hum Ne Karbala Se Kia Seekha

Book Name:Hum Ne Karbala Se Kia Seekha

رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র চরিত্রে অন্তর্ভুক্ত ছিলো যে, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রত্যেক ধনী ও গরীবের ঘরে অসুস্থ্যকে দেখতে তাশরীফ নিয়ে যেতেন (মিরআতুল মানাজীহ, /৪০৭) * রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক অভ্যাস ছিলো যে, যখনই কোন রোগীকে দেখতে যেতেন তখন এরূপ ইরশাদ করতেন: لَا بَاْسَ طَہُوْرٌ اِنْ شَاۤءَ الله (অর্থাৎ কোন সমস্যা নাই, আল্লাহ পাক চাইলে তবে এই রোগ (গুনাহ) থেকে পবিত্রকারী), একজন গ্রাম্য লোককে দেখতে তাশরীফ নিয়ে গেলেন তখন এটাই ইরশাদ করেন: لَا بَاْسَ طَہُوْرٌ اِنْ شَاۤءَ الله (বুখারী, কিতাবুল মানাকিব, পৃষ্ঠা, ৯১৯, হাদীস ৩৬১৬)

 

          রোগীর প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আরো অনেক রূহানী চিকিৎসা সম্পর্কে জানতে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা অসুস্থ্য আবিদ পড়ুন

 

          বিভিন্ন সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনার বাহারে শরীয়ত, ৩ খণ্ড, ১৬তম অংশ এবং শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ  এর ৯১ পৃষ্ঠা সম্বলিত ৫৫০টি সুন্নাত ও আদব এবং অসুস্থ্য আবিদ পুস্তিকাটি কিনে নিন এবং পাঠ করুন সুন্নাত শিখার একটি অনন্য মাধ্যম হলো দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলায় আশিকানে রাসূলের সাথে সুন্নাতে ভরা সফর করা

 

          আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                                                                                               صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد