Hum Ne Karbala Se Kia Seekha

Book Name:Hum Ne Karbala Se Kia Seekha

করুন এবং ১১ তারিখে হুসাইনী সায়্যিদ, হযরত গাউস আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জন্যও ঈসালে সাওয়াবের আয়োজন করুন। আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মাদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন: ব্যবসায়ী তার দৈনিক বিক্রয়ের এক শতাংশ আর বেতনভোগী তার প্রতিটি বেতন থেকে কমপক্ষে ২ শতাংশ টাকা বের করুন এবং মাসিক ১১ শরীফের নিয়ায করলে اِنْ شَآءَ الله তার রিযিকে বরকত হবে। (যদি বাড়িতে নিয়ায করতে বাধা থাকে, তাহলে যে কোনো ভালো কাজে সেই টাকা ব্যয় করতে পারেন)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                                                                                               صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযিলত এবং কিছু আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি প্রিয় নবী, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِی فَقَدْ اَحَبَّنِی وَمَنْ اَحَبَّنِی كَانَ مَعِیَ فِی الْجَنَّةِ যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে

(তারিখে দামেশক, /৩৪৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                                                                                               صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

রোগীর সেবা করা মুস্তফার সুন্নাত

       প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী: () যে রোগীর প্রতি সমবেদনা জ্ঞাপন করে, সে জান্নাতের বাগানে বসে, যখন সে দাঁড়ায় তখন ৭০ জন ফেরেশতা রাত পর্যন্ত তার জন্য দোয়া করে (শুয়াবুল ঈমান,/৫৩১, হাদীস ৯১৭১) () যে সাওয়াবের আশায় নিজের মুসলমান ভাইয়ের প্রতি সমবেদনা জ্ঞাপন করে, তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্ব পর্যন্ত দূরে করে দেয়া হয় (আবু দাউদ, কিতাবুল জানায়িয, পৃষ্ঠা ৫০০,  হাদীস ৩০৯৭)

 

 

          হে আশিকানে রাসূল! রোগীর প্রতি সমবেদনা জ্ঞাপন করা সুন্নাতে মুস্তফা বরং সুন্নাতে আম্বিয়াও * নবীদেরও নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক অভ্যাস ছিলো যে, যেকোন সাহাবী (رَضِیَ اللهُ عَنْہُ) অসুস্থ্য হওয়ার সংবাদ পেলে তবে তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার প্রতি সমবেদনা জ্ঞাপন করতে তাশরীফ নিয়ে যেতেন * যদি কোন ব্যক্তি তিনদিন মসজিদে অনুপস্থিত থাকতেন তবে তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার ব্যাপারে জিজ্ঞাসা করতেন, যদি সে অসুস্থ্য হতো তবে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করতে যেতেন (মুসনাদে আবী ইয়ালা, /১৪১, হাদীস ৩৪২৯) * আর যদি সমবেদনা জ্ঞাপন করার জন্য মদীনা শরীফেরে শেষ প্রান্তেও যেতে হতো তবে তাশরীফ  নিয়ে যেতেন এবং আপন সাহাবীর (رَضِیَ اللهُ عَنْہُ) প্রতি সমবেদনা জ্ঞাপন করতেন (মুসলিম, কিতাবুল জানায়িয, পৃষ্ঠা ৩৩১, হাদীস ৯২৫) * প্রসিদ্ধ মুফাসসীরে কুরআন, মুফতী আহমদ ইয়ার খান নঈমী