Hum Ne Karbala Se Kia Seekha

Book Name:Hum Ne Karbala Se Kia Seekha

হলো, তার লালচে রঙ ছিড়ে টুকরো টুকরো হয়ে যাওয়া পর্যন্ত যায়নি। বাইতুল মুকাদ্দাসে সেদিন যে পাথর উঠানো হতো, তার নিচ থেকে তাজা রক্ত বের হতো এই অবস্থা দেখে মানুষের মনে হলো যে, হয়তো কেয়ামত সংগঠিত হয়ে গেছে। (আস সাওয়ায়ি’কুল মুহরিকা, বাবুল হাদী আশরা, ফি ফাযায়িলে আহলিল বাইত, ২৪০-২৪১ পৃষ্ঠা) মোটকথা জমিন ও আকাশে একটি শোকের আবহ ছিলো, সমগ্র পৃথিবী শোক ও দুঃখে নিমজ্জিত ছিলো আকাশ কাঁদছিলো, জমিন কাঁদছিলো, জ্বীনদের বেদনা জড়িত কন্ঠে কবিতা পাঠ করার আওয়াজ শোনা যাচ্ছিলো اَللهُ اَكْبَرُ

 

কারবালা জীবনের শিক্ষা

          হে আশিকানে রাসূল! নিঃসন্দেহে কারবালা খুবই করুণ ও হৃদয় বিদারক একটি ঘটনা, কিন্তু স্মরণ রাখবেন! কারবালা শুধু একটি দূর্ঘটনা নয়, দূর্ঘটনা পৃথিবীতে অনেক হয়েছে, নির্যাতন-নিপীড়নের বড় বড় কাহিনী এই পৃথিবীতে ঘটেছে, কিন্তু সে সব মুছে গেছে, এমনকি তাদের কল্পনাও মানুষের হৃদয়ে নেইকারবালাও যদি কেবল একটি দূর্ঘটনা হতো তাহলে আজ প্রায় ১ হাজার ৩৮২ বছরেরও বেশি সময় পরেও তা মনের মধ্যে তাজা থাকত না, তাই কারবালা শুধু একটি দূর্ঘটনাই নয়, বরং এটি জীবন শিক্ষার পরিপূর্ণ একটি গ্রন্থকারবালার ঘটনা আমাদেরকে সাফল্যের দিক নির্দেশনা করে, এটি অগ্রগতির ধাপ বর্ণনা করে, জীবনের নীতিগুলিও শেখায় এবং এটি সম্মান ও মর্যাদার সাথে বাঁচতেও শেখায়

 

"কারবালার রক্তিম দৃশ্য" পুস্তিকা

          শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর কারবালার রক্তিম দৃশ্যনামক একটি পুস্তিকা রয়েছেউক্ত পুস্তিকাটি মূলত একটি চিঠির উত্তর। কেউ আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর নিকট একটি চিঠি লিখেছিলেন, যাতে তিনি বলেছিলেন, নেকীর দাওয়াত দিতে গিয়ে তিনি অনেক বাধা বিপত্তি ও অসুবিধার সম্মুখীন হচ্ছেনজবাবে তিনি কারবালার রক্তিম দৃশ্য বয়ান করলেন এবং বললেন, কারবালার ময়দানে কারবালার শহীদরা যে নৃশংসতা সহ্য করেছেন, যে নিপীড়নের সম্মুখীন হয়েছেন, সবই ছিল নেকীর দাওয়াত দেয়ার কারণে, তাই যখনই নেকীর দাওয়াতের পথে বাধা বিপত্তি আসে তখন ইমাম হুসাইন এবং তার সঙ্গীদের عَلَیْہِمُ الرِّضْوَان উপর আগত নির্যাতন নিপীড়নের কল্পনা করুন। اِنْ شَآءَ الله সাহস ও উৎসাহ জন্মাবে এবং নেকীর দাওয়াত প্রচার করার চেতনা অর্জন হবে

          سُبْحٰنَ الله! একজন মুসলমানের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নেকীর দাওয়াত প্রচার করা। কারবালার ঘটনার মাধ্যমে নেকীর দাওয়াত দেয়ার উৎসাহও পাওয়া যায় এবং এই পথে আগত বাধাগুলোর সামনে দৃঢ়তার পাহাড় হওয়া, অত্যাচার ও নিপীড়নের পাহাড় ভাঙ্গুক বা উপহাসের বিষাক্ত তীর চলুক, এর মুখোমুখি হওয়ার সাহসও পাওয়া যায়

অমুসলিমদের চিন্তাধারা

          একজন অমুসলিম ছিলো, তার উপর অনেক অত্যাচার ও নির্যাতন হয়েছিলো সে বলেছিলো: আমি ২০ বছর কারাবাসে কাটিয়েছি, অন্যায় অত্যাচার সহ্য করেছি। এক রাতে আমি