Hum Ne Karbala Se Kia Seekha

Book Name:Hum Ne Karbala Se Kia Seekha

সিদ্ধান্ত নিলাম যে, আমি অত্যাচারীর সামনে নত হয়ে যাবো, অতঃপর হঠাৎ আমার হযরত ইমাম হুসাইন (رَضِیَ اللهُ عَنْہُ) এবং কারবালার ঘটনা মনে পড়লো ব্যস! তা থেকে আমি সাহস পেলাম এবং অত্যাচারীর সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে গেলাম। অপর এক অমুসলিম বলে: কারবালা হলো একমাত্র যুদ্ধ, যা শাহাদাতের পাশাপাশি মানুষকে নৈতিকতার শিক্ষাও দিয়েছে

          اَللهُ اَكْبَرُ হে আশিকানে রাসূল! এরা অমুসলিম, যারা কিনা কারবালা থেকে শিক্ষা নিচ্ছে, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর অতুলনীয় দৃঢ়তাকে স্মরণ করে সাহস বাড়াচ্ছে। এ থেকে বুঝা যায় যে, কারবালা শুধু একটি দূর্ঘটনা নয়, একটি শিক্ষাও, একটি নীতিও কারবালার ঘটনা আমাদের জীবনের নীতিমালাও শেখায় এবং মর্যাদার সাথে জীবনযাপন করাও শেখায়

 

স্যার! এসব কিছু তো আমাদেরকে কারবালাও শিখায়.. !!

          একজন ইসলামী ভাইয়ের বর্ণনা হলো: আমি বি.এ-তে পড়তাম, বি.এ এর ইংরেজি ক্লাসে একটি উপন্যাস পড়ানো হত, একদিন শিক্ষক সেই উপন্যাস সম্পর্কে লেকচার (Lecture) দিলেন, তিনি বললেন: এই উপন্যাসের লেখক একজন ইউরোপীয় চিন্তাবিদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি একজন সৈনিক হিসাবে অংশগ্রহণ করেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্বের পরে ইউরোপে যে বিপ্লব ঘটেছিল, ইউরোপের যে অগ্রগতি হয়েছিল, সেই বিপ্লব এবং অগ্রগতি যে ধারণাগুলির উপর ভিত্তি করে হয়েছিল, সেই ধারনা উপস্থাপনকারী চিন্তাবিদদের মধ্যে একজন চিন্তাবিদ হলেন উক্ত উপন্যাসের লেখক। উপন্যাসটিতে লেখক সাফল্যের নীতি এবং ব্যর্থতার কারণগুলি তার নিজস্ব ভঙ্গিতে বর্ণনা করেছেন। তারপর শিক্ষক এই উপন্যাস নিয়ে বক্তৃতা শুরু করলেন; লেখক বলেন: আমরা যদি জীবন যাত্রায় সফল হতে চাই তাহলে তার জন্য অতি প্রয়োজন হলো ধৈর্য্য ও সহনশীলতা। আমাদেরকে সাফল্যের জন্য সহনশীল মনোভাব অর্থাৎ সহনশীল হওয়া উচিত। সাফল্যের জন্য আমরা অপরের প্রতি আস্থা রাখতে পারি না, আমাদেরকে নিজের উপর আস্থা রাখতে হবে কিন্তু একই সাথে অতিরিক্ত আত্মবিশ্বাস (Over confidence) ইত্যাদি পরিহার করতে হবে।

          ইসলামী ভাই বলেন: শিক্ষক উপন্যাসের গল্প থেকে অর্জিত শিক্ষা বর্ণনা করছিলেন আর এদিকে আমার কারবালার ঘটনার কথা মনে পড়ছিল। শিক্ষকের লেকচার শেষ হতে না হতেই আমি নিজের অজান্তে বলে উঠলাম স্যার এসব তো আমাদেরকে কারবালাই শিক্ষা দেয়, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ আমাদেরকে শুধু ধৈর্যের কথাই বলেননি, বরং তিনি তা বাস্তবায়ন করে দেখিয়েছেন, নম্রতা, সহনশীলতা, সহিষ্ণুতা, আত্মবিশ্বাস ইত্যাদি এগুলো এমন কিছু কথা যেগুলো ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ আমাদেরকে যদিও লিখে বর্ণনা করেননি কিন্তু প্র্যাকটিক্যাল করে অবশ্যই দেখিয়েছেন।

          আমার কথা শুনে শিক্ষক অবাক হলেন, তারপর কিছুক্ষণ পর বললেন: হ্যাঁ! নিশ্চয়ই...!! ইউরোপিয়ান চিন্তাবিদ শুধু গল্প লিখে আমাদের বুঝিয়েছেন, কিন্তু ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এই সবই বাস্তবায়ন করে দেখিয়েছেন।