Book Name:Piyare Aaqa Ka Wisal e Zahiri
এই আয়াতে করীমার মধ্যে পরিষ্কার বলে দেয়া হয়েছে যে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ওফাত লাভ করেছেন, সুতরাং এটা কিভাবে হতে পারে যে, তিনি মাযারে আনওয়ারে জীবিত আছেন? পীর মেহের আলী শাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: এই আয়াতে করীমার মধ্যে বলা হয়েছে যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর মৃত্যু এসেছে কিন্তু এটা বলা হয়নি যে সর্বদা এটা বহাল থাকবে, আর এটাই হলো আমাদের আকিদা, আমরা মান্য করি যে আল্লাহ পাক যেই ওয়াদা করেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই অঙ্গীকারটি পূরণ করার জন্য নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র উপর মৃত্যু এসেছে তবে এটি কিছুক্ষণের জন্য ছিলো। তাঁকে পূর্বের ন্যায় দুনিয়াতে থাকা অবস্থায় যে রকম ছিলেন সেই রকম জীবন দান করা হয়েছে। (মেহরে মুনির, ৪২১ পৃ:)
তু যিন্দা হে ওয়াল্লাহ! তু জিন্দা হে ওয়াল্লাহ!
সুনানে আবু দাউদ শরীফের হাদীসে পাকে রয়েছে, সাহাবায়ে কেরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনার জাহেরী বেছালের পর দরূদে পাক আপনার নিকট কিভাবে পৌঁছবে? ইরশাদ করলেন: اِنَّ اللهَ حَرَّمَ عَلَی الْاَرْضِ اَنْ تَأْکُلَ اَجْسَادَ الْاَنْبِیَآءِ আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام শরীরকে গ্রাস করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। (ইবনে মাজাহ, কিতাবুল জানায়িয, ২৬৩ পৃ:, হাদীস: ১৬৩৬) অন্য এক হাদীসে পাক যেটা খুব প্রসিদ্ধ আর এটাকে অনেক মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন যে, আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: اَلْاَنْبِیَآءُ اَحْیَاءٌ فِیْ قُبُوْرِہِمْ یُصَلُّوْنَ অর্থাৎ আম্বিয়ায়ে কেরামগণ عَلَیْهِمُ السَّلَام আপন আপন রওযা শরীফে জীবিত আছেন, (এবং তাঁরা সেখানে) নামায আদায় করেন। (মুসনদে আবি ইয়া’লা, ৩/১৩৯ পৃ:, হাদীস: ৩৪২৫)
অতএব! এটি কুরআন ও হাদীস থেকে প্রমাণিত আকিদা যে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বরং সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ عَلَیْهِمُ السَّلَام আপন আপন মাযারে জীবিত আছেন, তাঁদেরকে রিযিকও দেয়া হয়, (তাঁরা) চান তো যমিনে সফর করেন, যেখানে চান তাশরীফ নেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলামী শিক্ষা অর্জন করার, তার উপর অটল থাকার ও শয়তানী কুমন্ত্রনা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
ইবাদত বৃদ্ধি করলেন
প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র পবিত্র জীবনের প্রতিটি দিক আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি তাঁর যাহেরী জীবনের শেষ দিনসমূহ যা দুনিয়াতে অতিবাহিত করেছেন, তার মধ্যেও আমাদের জন্য শিক্ষনীয় বিষয় রয়েছে। আসুন! এই বিষয়ে কিছু রেওয়ায়েত শ্রবণ করি: হাদীসে পাকে রয়েছে: যখন নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র বেছালের দিন ঘনিয়ে আসলো তো তিনি তাঁর ইবাদত বৃদ্ধি করে দিলেন * তিনি প্রত্যেক বছর রমযানুল মুবারকে জীব্রাইল عَلَیْہِ السَّلَام ’র সাথে একবার কুরআনে করীমের চর্চা করতেন, যাহেরী