Piyare Aaqa Ka Wisal e Zahiri

Book Name:Piyare Aaqa Ka Wisal e Zahiri

আমি আপনার উপর আমাকে এবং আমার পিতামাতাকে কুরবান করে দিবো এরপরও তিনি দুনিয়াতে থাকাটা গ্রহণ  করলেন না বরং মহান আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করলেন

          এতেও উম্মতের প্রতি ভালোবাসার একটি প্রমাণ তা কিভাবে? হাদীসে পাক শুনুন:

          হযরত উকবা বিন আমের رَضِیَ اللهُ عَنْہُ বলেন: নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم খুতবা দিলেন, এতে ইরশাদ করলেন: اِنِّی فَرَطٌ  لَّکُمْ অর্থাৎ আমি তোমাদের অগ্রদূত তোমাদের অঙ্গীকারের জায়গা হাউজে কাউসারে (থাকবো) (বুখারী, কিতাবুল জানায়িয, বাবুস সালাতি আলাশ শহীদি, ৩৭৭ পৃ:, হাদীস: ১৩৪৪)

 

          হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: فَرَط তাকে বলা হয় যে কোন দলের পূর্বে গিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে তাদের অবস্থান খাবার ইত্যাদি প্রয়োজনাদীর ব্যবস্থা করেউদ্দেশ্য এটা যে, হে আমার সাহাবা! আমি তোমাদের পূর্বে চলে যাচ্ছি যাতে তোমাদের সুপারিশ, তোমাদের মুক্তি পরকালে তোমাদের শান্তির ব্যবস্থা করতে পারিতোমাদের মধ্যে যেই ব্যক্তিই ইন্তেকাল করবে, সে আমার নিকট আমার হেফাযতে আমার ব্যবস্থাপনায় এভাবে আসবে যেমনি ভাবে মুসাফির তার ঘরে আসে এর দ্বারা প্রতীয়মান হলো; মুমিন বান্দা মারা যাওয়ার সাথে সাথেই রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট পৌঁছে যায় বরং অনেক মুমিনের রুহ বের হওয়ার সময় হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাদেরকে নিয়ে যেতে তাশরীফ আনেন (মিরআতুল মানাজীহ, /২৮৬ পৃ:)

          سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখুন! এটা কেমন মহৎ ভালোবাসা, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে অধিকার দেয়া হয়েছে, হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি যদি চান তো সর্বদার জন্য থেকে যান, অথবা জান্নাতে তাশরীফ আনুন আর যদি চান তো এখনই আপন প্রতিপালকের সাক্ষাতে তাশরীফ নিয়ে আসুন, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়াতে থাকাটা কবুল করলেন না, এখান থেকে চলে যাওয়াটা গ্রহণ করলেনকেনো? এজন্য যাতে যখন আমার উম্মত এই দুনিয়া থেকে বিদায় নিবে, প্রাণ চলে যাওয়ার বেদনা, রুহ বের হওয়ার কঠোরতা, এতো কষ্টে অতিবাহিত হয়ে যখন আসবে তখন আমি তাদের মুক্তি ক্ষমার ব্যবস্থা পূর্বে থেকে প্রস্তুত করে রাখবো যাতে আমার উম্মতের কোন সমস্যা না হয়

          আল্লাহ পাক আমাদেরকে এই ভালোবাসার সম্মান রক্ষা করার তাওফিক দান করুক, এমন দয়ালু নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ভালোবাসার, তাঁর চোখে শীতলতা পৌঁছানোর সুন্নাতের অনুসারী হওয়ার তাওফিক দান করুক اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

প্রিয় নবীর ইলমে গাইব

          হে আশিকানে রাসূল! আল্লাহ পাক আমাদের প্রিয় নবী, হুযুর
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে অদৃশ্যের জ্ঞান দান করেছেন, তিনি مَا کَانَ وَ مَایَکُوْنُ (অর্থাৎ যা সংগঠিত