Book Name:Piyare Aaqa Ka Wisal e Zahiri
جَزَى اللهُ عَنَّا مُحَمَّدًامَاهُوَ اَهْلُهٗ
হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন। (মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো।
(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ২৬ সেপ্টেম্বর ২০২৪ইং
(১) সুন্নাত ও আদব শিখা: ৫ মিনিট (২) দোয়া মুখস্ত করানো ৫ মিনিট, (৩) যাচাই: ৫ মিনিট, সর্বমোট ১৫ মিনিট
সালাম দেয়ার অবশিষ্ট সুন্নাত ও আদবসমূহ
* সালাম (আগে) প্রদানকারীর উপর ৯০টি রহমত আর উত্তর প্রদানকারীর উপর ১০টি রহমত নাযিল হয়। (কিমিয়ায়ে সাআদাত, ১/৩৯৩ পৃ:) * اَلسَّلَامُ عَلَيْكُمْ বলার দ্বারা ১০টি সাওয়াব পাওয়া যায়। সাথে وَ رَحْمَةُ اللهِ ও বলে তো ২০টি নেকী হয়ে যাবে আর وَ بَرَكَاتُهٗ, যুক্ত করে তো ৩০টি নেকী হয়ে যাবে। * অনেক লোক সালামের সাথে জান্নাতুল মকাম ও দোযখ হারাম শব্দ গুলো বৃদ্ধি করে থাকে এটি ভুল পদ্ধতি এমনটি দুষ্টামিরচলে مَعَاذَ الله এটাও বলে দেয় যে: আপনার সন্তান আমার গোলাম। * সালামের উত্তর তৎক্ষণাৎ আর এতটুকু আওয়াজে দেয়া ওয়াজিব যেনো সালাম প্রদানকারী শুনতে পায়। * সালাম ও সালামের উত্তরের সঠিক উচ্চারণ মুখস্ত করে নিন। প্রথমে আমি বলছি এরপর আপনারা পূনরাবৃত্তি করবেন: اَلسَّلَامُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ اللهِ وَ بَرَكَاتُهٗ এখন আমি আগে উত্তর বলছি এরপর আপনারা পূনরাবৃত্তি করবেন: وَعَلَيْكُمُ السَّلَامُ وَ رَحْمَةُ اللهِ وَ بَرَكَاتُهٗ।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد