Piyare Aaqa Ka Wisal e Zahiri

Book Name:Piyare Aaqa Ka Wisal e Zahiri

(১) এক হাজার দিনের নেকী

جَزَى اللهُ عَنَّا مُحَمَّدًامَاهُوَ اَهْلُهٗ

          হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন(মুজামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)

 

(২) যেন শবে কদর পেয়ে গেলো

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো

 (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)

لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم

          সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেইআল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিকপ্রতিপালক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ২৬ সেপ্টেম্বর ২০২৪ইং

() সুন্নাত আদব শিখা: মিনিট () দোয়া মুখস্ত করানো মিনিট, () যাচাই: মিনিট, সর্বমোট ১৫ মিনিট

 

সালাম দেয়ার অবশিষ্ট সুন্নাত আদবসমূহ

          * সালাম (আগে) প্রদানকারীর উপর ৯০টি রহমত আর উত্তর প্রদানকারীর উপর ১০টি রহমত নাযিল হয়(কিমিয়ায়ে সাআদাত, /৩৯৩ পৃ:) * اَلسَّلَامُ عَلَيْكُمْ   বলার দ্বারা ১০টি সাওয়াব পাওয়া যায় সাথে وَ رَحْمَةُ اللهِ   বলে তো ২০টি নেকী হয়ে যাবে আর وَ بَرَكَاتُهٗ, যুক্ত করে তো ৩০টি নেকী হয়ে যাবে * অনেক লোক সালামের সাথে জান্নাতুল মকাম দোযখ হারাম শব্দ গুলো বৃদ্ধি করে থাকে এটি ভুল পদ্ধতি এমনটি দুষ্টামিরচলে مَعَاذَ الله এটাও বলে দেয় যে: আপনার সন্তান আমার গোলাম * সালামের উত্তর তৎক্ষণাৎ আর এতটুকু আওয়াজে দেয়া ওয়াজিব যেনো সালাম প্রদানকারী শুনতে পায় * সালাম সালামের উত্তরের সঠিক উচ্চারণ মুখস্ত করে নিনপ্রথমে আমি বলছি এরপর আপনারা পূনরাবৃত্তি করবেন: اَلسَّلَامُ عَلَيْكُمْ  وَ رَحْمَةُ اللهِ وَ بَرَكَاتُهٗ এখন আমি আগে উত্তর বলছি এরপর আপনারা পূনরাবৃত্তি করবেন: وَعَلَيْكُمُ السَّلَامُ  وَ رَحْمَةُ اللهِ وَ بَرَكَاتُهٗ

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد