Piyare Aaqa Ka Wisal e Zahiri

Book Name:Piyare Aaqa Ka Wisal e Zahiri

হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর শান

          হে আশিকানে রাসূল! আল্লাহ পাকের প্রিয় সর্বশেষ নবী, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم (বেছাল শরীফের রোগের মধ্যেও) খুতবা প্রদান করেছেন, এতে তিনি ইরশাদ করেছেন: একজন বান্দাকে আল্লাহ পাক অধিকার দিয়েছেন যে, তাকে দুনিয়ার সতেজতা এতগুলো দান করবেন যা সে চায় এবং নিয়ামত যা আল্লাহ পাকের নিকট রয়েছেসেই বান্দা সেটা গ্রহণ করেছে যা আল্লাহ পাকের নিকট রয়েছে এটা শুনে হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ কাঁদতে লাগলেন আর আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার উপর আমার পিতামাতা কুরবান...!!

          বর্ণনা কারী বলেন: আমরা আশ্চর্য হলাম, লোকেরা বলতে লাগলো: এই বুযুর্গ (অর্থাৎ আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ) কে দেখো কি অবস্থা! রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তো কোন এক বান্দার কথা বলছেনতো তিনি কেন কান্না করছেন! কিন্তু পরে বুঝতে পারলাম যে যাকে অধিকার দেয়া হয়েছে তিনি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ছিলেন, এর দ্বারা সাহাবায়ে কেরামদের عَلَیْہِمُ الرِّضْوَان এর নিকট স্পষ্ট হয়ে গেলো যে, হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ সবচেয়ে বেশি জ্ঞানী

(বুখারী, কিতাবু মানাকিবিল আনসার, ৯৮০ পৃ:, হাদীস: ৩৯০৪)

 

          আলহাজ্ব মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের ব্যাখ্যায় বলেন: এই ঘটনাটি বেছালে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ৫দিন পূর্বে হয়েছে, তিনি সোমবারের দিন দুনিয়া থেকে যাহেরী পর্দা করেন, এর পূর্বে বৃহস্পতিবার (Thursday) তিনি এই খুতবা দিয়েছেন এরদ্বারা বোঝা গেলো; হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ সমস্ত সাহাবায়ে কেরাম আহলে বাইতে পাক رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين এরচেয়ে বড় আলিম, অনেক মেধাবী (Intelligent) আর সবচেয়ে বেশি প্রিয় নবী, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মনোভাব অনুধাবনকারী ছিলেনএজন্য রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের জায়নামাযে তাঁকে দাঁড় করিয়েছেন কেননা ইমাম তাকেই বানানো হয় যে সবচেয়ে বড় আলিম আর হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ সমস্ত সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় আলিম ছিলেন

 

উম্মতের প্রতি অনন্য ভালোবাসার একটি ঝলক

          প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم খুতবার মধ্যে পরিষ্কার ইরশাদ করেছেন যে, আমাকে দুনিয়াতে থাকার বা আল্লাহ পাকের নিকট যাওয়ার অধিকার দেয়া হয়েছে তো আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাটা বেঁচে নিয়েছি

          এতে হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার পিতামাতা আপনার প্রতি কুরবান! অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! জান্নাতে তো আপনি যাবেনই, আপনি জান্নাতের মালিক, এখানে থেকে যাওয়াটা গ্রহণ করে নিন!