Piyare Aaqa Ka Wisal e Zahiri

Book Name:Piyare Aaqa Ka Wisal e Zahiri

বেছালের বছর তিনি দুইবার চর্চা করেছেন * প্রত্যেক রমযানুল মুবারকের শেষ দশদিনে ইতিকাফ করতেন কিন্তু বছর ২০ দিনের ইতিকাফ করেছেন এবং যিকরুল্লাহ ইস্তিগফার বেশি বেশি করতে লাগলেনমুসলমানদের প্রিয় আম্মাজান হযরত উম্মে সালমা رَضِیَ اللهُ عَنْہَا বর্ণনা করেন: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যাহেরী হায়াতের শেষ দিকে উঠতে, বসতে, চলতে, ফিরতে সব সময় سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهٖ পাঠ করতেন, আমি এই বিষয়ে জিজ্ঞাসা করলাম তো বললেন: আমাকে এটার নির্দেশ দেয়া হয়েছে (লাত্বায়িফুল মাআরিফ, ১৪২ পৃ:)

        اَلله! اَلله! হে আশিকানে রাসূল! তিনি হলেন রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, তিনি মালিকে জান্নাত, কাসিমে নিয়ামত, যমিন আসমান, চাঁদ, সূর্য তারকা বরং সমস্ত জাহান প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সদকায় সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাকের শপথ! নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পবিত্র জীবনের একটি মুহূর্তও অহেতুক কাজে ব্যয় করেননি, তারপরও যখন যাহেরী বেছালের সময় আসলো তো তিনি পূর্বের চেয়েও বেশি ইবাদত করতে রইলেন, এর মধ্যে ইবাদতের পরিমাণও বৃদ্ধি করে দিলেন

 

          হায়! আরেক হলাম আমরা, দিনরাত গুনাহের মধ্যে মগ্ন থাকি, না কবরের চিন্তা, আর না হাশরের চিন্তা, না পুলসিরাত দিয়ে পার হওয়ার চিন্তা....!! সব সময় দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া অর্জন করার মধ্যে নিয়োজিত রয়েছি, আমাদের তো এটাও জানা নেই যে আমাদের মৃত্যু কখন আসবে, কি জানি আজকেই আমাদের জীবনের শেষ রাত কিনা, না জানি আগামীকালের সূর্য দেখা নসিব হয় কিনা...!! ভেবে দেখুন! চিন্তা করে দেখুন! আমাদের গুনাহ ছেড়ে দেয়া, নেকী বৃদ্ধি করা কতো প্রয়োজন...!!!

 

৩২ নং নেক আমলের প্রতি উৎসাহ প্রদান

          اَلْحَمْدُ لِلّٰه বর্তমান সময়ের এই ফিতনা ফ্যাসাদের যুগে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী মানুষের হৃদয়ে নবীপ্রেম জাগ্রত করতে, নেকীর দাওয়াত দিতে উম্মতকে নেক নামাযী বানানোর প্রচেষ্টায় নিয়োজিত রয়েছে, আপনিও দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে স্বতস্ফুর্তভাবে অংশ নিন, মাদানী কাফেলায় সফর নেক আমলের উপর আমল করুন! اِنْ شَآءَ الله দ্বীনি দুনিয়াবী অসংখ্য বরকত নসীব হবে

          হে আশিকানের রাসূল! যে ব্যক্তি নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আশিক হয় সে সুন্নাতেরঅনুসরণকারী হয়ে থাকে, আর যে আশিকে রাসূল দাবী করে আর সুন্নাতের উপর আমল করে না সে কেমন আশিক? শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে নেক নামাযী সুন্নাতের উপর আমলকারী হওয়ার জন্য “৭২টি নেক আমল” দান করেছেন এই “৭২ নেক আমল” এর মধ্য হতে একটি নেক আমল হলো ৩২ নম্বর যথা আপনি কি আজকে যোহরের নামাযের পূর্বেকার সুন্নাত ফরযের পূর্বে আদায় করেছেন? অনেক লোক সুন্নাতের ব্যাপারে অলসতা প্রদর্শন করে থাকে সুতরাং এই নেক আমলের উপর আমল করার